Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বৃহস্পতিবার দুপুরে সিরাম ইনস্টিটউটের মঞ্জরী প্ল্যান্টে আগুন লাগে। আগুন ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্রে খবর, ১নম্বর টার্মিনালের গেটের পাশেই ছিল একটি নির্মীয়মাণ ভবন। সেখানেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে বাড়়িটির ২’টি তলে। কালো ধোঁওয়ায় ঢেকে যায় পুরো এলাকা। । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট দমকল বাহিনী। সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের জেরে সিরামের টিকা প্রস্তুতকারী জায়গাটি কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি বলেই জানা গেছে। দুপুর ৩টে নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। পুণের মঞ্জরী এলাকায় সিরামের টিকা তৈরির এই কারখানাটি রয়েছে। সেখানেই আগুন লাগে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এসইজেড ২৩ নম্বর ভবনে চতুর্থ ও পঞ্চম তলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সিরাম। এই মুহূর্তে সারা দেশে যেহেতু বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে তার মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সিরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক তৈরি হয়। যদিও সংবাদ সংস্থা সূত্রের খবর অনুযায়ী, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।