Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ব্রাইট এনোবাখরে : ইস্ট বেঙ্গলের বিরাট ভরসা।--ফাইল ছবি
আই এস এল-এ এখন মাঝ পর্বে। এগারো-বারোটা করে ম্যাচ খেলা হয়ে গেছে সব দলের। কে কোন অবস্থায় আছে, কার কী রকম শক্তি সবই জানা হয়ে গেছে। সেই বিচারে শুক্রবার এস সি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে মুম্বই সিটি এফ সি অবশ্যই ফেভারিট। প্রথম পর্বে মুম্বইয়ের কাছে ইস্ট বেঙ্গলকে ০-৩ গোলে হারতে হয়েছিল। তবে তখন ইস্ট বেঙ্গল ছিল অনেকটাই ছন্নছাড়া। দলটাকে ঠিকমতো চেনেনই না কোচ রবি ফাউলার। কিন্তু এখন ইস্ট বেঙ্গল অনেকটাই গুছিয়ে নিয়েছে। এগারো ম্যাচে ১২ পয়েন্ট পাওয়া দলটা গত সাতটা ম্যাচে অপরাজিত। গত ম্যাচে ৬০ মিনিটের উপর দশ জনে খেলেও তারা ড্র করতে বাধ্য করেছে চেন্নাইয়ান এফ সি-কে। গোলে দেবজিৎ মজুমদার প্রতি ম্যাচেই নিজেকে উন্নত করছেন। তাঁকে হারিয়ে গোল করা প্রায় দুঃসাধ্য হয়ে যাচ্ছে দলগুলোর। দেবজিতের মতো না হলেও নাইজিরিয়ান স্ট্রাইকার ব্রাইট এনোবাখরেও এখন বিপক্ষের কাছে ত্রাসের কারণ। তাঁকে আটকানোর জন্য কোচেদের বিশেষ পরিকল্পনা ছকতে হচ্ছে।
রক্ষণের দোষে ইস্ট বেঙ্গল ম্যাচের পর ম্যাচ বাজে গোল খাচ্ছিল। কিন্তু রাজু গায়কোয়াড় এবং অঙ্কিত মুখার্জির যোগদানের পর ইস্ট বেঙ্গল ডিফেন্স এখন অনেকটাই গুছিয়ে নিয়েছে। রাজু অবশ্য চোটের জন্য গত দুটি ম্যাচে খেলতে পারেননি। তবে এখন তিনি অনেকটাই ফিট। তাঁকে শুক্রবার ভীষণভাবে দরকার ইস্ট বেঙ্গলের। রাজু খেললে শুধু ডিফেন্সেই নয় ওভারল্যাপেও অনেক সুবিধে হচ্ছে লাল হলুদের। অঙ্কিতও মাঝ মাঠে বেশ ভাল। রাজু এবং অঙ্কিত দলে যোগ দেওয়ায় ইস্ট বেঙ্গলের যে উপকারই হচ্ছে তা মেনে নিয়েছেন কোচ ফাউলারও। এই তিন ভারতীয়ের সঙ্গে লেফট ব্যাক নারায়ণ দাস এবং মাঝ মাঠে মিলন সিং থাকায় ইস্ট বেঙ্গলকে বেশ ভারসাম্য যুক্ত টিম লাগছে। না হলে টানা সাতটা ম্যাচে অপরাজিত থাকা যায়? এর মধ্যে আবার দুটো জয়ও আছে।
এদের সঙ্গে জুড়তে হবে লাল হলুদের বিদেশি বাহিনীকে। সাত বিদেশির মধ্যে এক আ্যারন আ্যারোমা এখন পর্যন্ত বলার মতো কিছু করতে পারছেন না। বাকি পাঁচজন অর্থাৎ ডিফেন্সে স্কট নেভিল এবং ড্যানিয়েল ফক্স, মাঝ মাঠে মাট্টি স্টেইনম্যান এবং আপ ফ্রন্টে অ্যান্টনি পিলকিংটন এবং জাক মাঘোমা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন বার বার। শুক্রবার তাদের আবার দুরন্ত হওয়ার লড়াই।
মুম্বই সিটি এফ সি এবারের আই এস এল-এ সব চেয়ে ভাল দল। এগারো ম্যাচে ২৬ পয়েন্ট পেয়ে তারা লিগ শীর্ষে। গোলকিপার অমরিন্দর সিং থেকে স্ট্রাইকার অ্যাডাম লে ফন্দ্রে পর্যন্ত জায়গায় জায়গায় দারুণ প্লেয়ার। সে স্বদেশি কিংবা বিদেশি যাই হোক না কেন। বিদেশিদের মধ্যে ডিফেন্ডার মৌর্তাদা ফল, মিডফিল্ডার অহমেদ জাহু এবং হুগো বুমোস, ফরোয়ার্ডে ওগবেচে এবং অ্যাডাম লে ফন্দ্রে –কাকে ছেড়ে কার কথা বলা যায়? এদের সঙ্গে স্বদেশি ব্রিগেডও দুর্দান্ত। মন্দার রাও দেশাই, বিগ্নেশ, সার্থক দোলুই, রোওলিন বর্জেশ—মুম্বই সিটি এফ সি বেশ শক্তিশালী দল। এদের বিরুদ্ধে ম্যাচ যদি ড্রও রাখতে পারে ইস্ট বেঙ্গল সেটাই অনেক। তবে ফাউলারের ছেলেরা সেটা পারতেই পারে। কাজটা তাদের পক্ষে কঠিন, কিন্তু অসম্ভব নয়।