Written By দীপঙ্কর গুহ
শুক্রবার সকালে কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের এবার হৃদযন্ত্রের ধমনীতে স্টেন্ট বসতে চলেছে। ভাই সৌরভ দিন ১৫ আগে হঠাৎই হাল্কা হৃদরোগে আক্রান্ত হন। সঠিক সময় চিকিৎসা শুরু করায় অবস্থা সামাল দেওয়া হয়েছিল। একটি স্টেন্ট বসে। পরে আরও দুটি স্টেন্ট বসবে। এখন সৌরভ বাড়িতে। চিকিৎসকদের তত্বাবধানে আছেন। এরই মধ্যে দাদা স্নেহাশিসের হেলথ চেক আপ করা হয়। কারণ চিকিৎসকদের অধিকাংশের ধারনা পরিবারে হৃদরোগ সমস্যার প্রমাণ আছে। বাবা-কাকাদের হারাতে হয়েছিল এই রোগের ধাক্কায়। সেইকারনে হঠাৎ সৌরভের এমন সমস্যা ধরা পড়তেই বাড়ির সকলে সচেতন হন। তখনই চেকআপ করার পর দেখা যায় স্নেহাশিসের হৃদযন্ত্রে একটি ধমনীতে ৯০ শতাংশ ব্লকেজ আছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় এক সপ্তাহের মধ্যে অস্ত্রোপচার হবে। পারিবারিক সূত্রে জানা গেছে হৃদরোগের চিকিৎসক আফতাব খানের তত্ত্বাবধানে এই স্টেন্ট বসতে চলেছে। স্নেহাশিসের স্ত্রী মোম যাবতীয় অবস্থা সামাল দিচ্ছেন। সিএবি'র সচিব স্নেহাশিসের জন্য যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়াও। স্নেহাশিসের একমাত্র মেয়ে স্নেহা বিদেশে পড়াশুনা করেন। তিনি নিয়মিত বাবার খোঁজ রাখছেন। সবে ছুটি কাটিয়ে গেছেন। সৌরভ হাসপাতালে ভর্তি থাকার সময় মায়ের সঙ্গে গিয়ে দেখা করে এসেছিলেন। এবার তাঁর "বাপি"র সমস্যা। মা-মোমই এসব সামাল দেওয়ার পক্ষে একাই একশো বলে স্নেহার বিশ্বাস।