Written By কলকাতা টিভি ওয়েব ডিস্ক
বৃহস্পতিবার জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণ ইরাকের রাজধানী বাগদাদে। সেখানে বাগ-আল-সার্জির এক বাজারে এই বিস্ফোরণ হয়। যার জেরে মৃত্যু হয়েছে ২৮ জনের। ৭৩ জন গুরুতর জখম, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। ওই এলাকার স্থানীয় এক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, এর আগে ২০১৭ সালে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তারপর ২০১৮ সালের জানুয়ারি মাসে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছিল। ২০১৯-এর জুন মাসে এই রূপ একটি ঘটনা ঘটেছিল, যেখানে বহু মানুষ মারা যান। এই বিস্ফোরণের পেছনে কোনো জঙ্গি সংগঠনের ষড়যন্ত্র আছে কিনা, তা এখনও জানা যায়নি।