Written By রাহুল মজুমদার
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরবর্তী ছবি ' প্রেম টেম ' এর ট্রেলার। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে টলিপাড়ার প্রথম সারির অন্যতম ছবি নির্মাতা সংস্থা এসভিএফ।প্রসঙ্গত, 'প্রেম টেম ' এর মাধ্যমেই এই প্রথম জুটি বাঁধলো পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় ও এসভিএফ। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে তিন নবাগত সৌম্য, শ্বেতা এবং সুস্মিতা-কে। নতুন প্রজন্মের কলেজ লাইফের মিষ্টি প্রেমকে একেবারে তার স্বভাব,বৈশিষ্ট্য সহ হাজির করা হবে দর্শকদের সামনে। ' প্রেম টেম ' মূলত পাবলো, রাজি এবং আর্শির গল্প এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে রাজির পোষ্য সারমেয় ' খগেন '। উল্লেখ্য, অনিন্দ্য চট্টপাধ্যায়ের একসময়ের লেখা ' বকলস ' উপন্যাস অবলম্বনেই তৈরি হয়েছে এই ছবি। পরিচালকের কথায়, মানুষের ভালোবাসা এবং পাশাপাশি মনুষ্যতর জীবকে ভালোবাসার গল্প বলবে এই ছবি। তিনি আরও বলেন নয়া প্রজন্মে ' ভালোবাসা ' ব্যাপারটার বহিরঙ্গ বদলে গেলেও তার ভিতরটা কিন্তু এক্কেবারে প্রথম দিনে যা ছিল তাইই রয়েছে। অর্থাৎ নতুন প্রজন্মের কাছে প্রেম করা ব্যাপারটা অনেকটাই ক্যাজুয়াল হয়ে গেছে। ' নিজের ছবি ও প্রেম প্রসঙ্গে বলার ফাঁকে মজা করে অনিন্দ্য আরও জানান, ' আগেও প্রেমে পড়লে মানুষের ভালো লাগত,আজও লাগে। আগেও ভালোবাসায় কষ্ট পেলে চোখের জলের ফোঁটা ঝরত,আজও ঝরে। তফাতের মধ্যে আগে ভালোবাসার মানুষ পরস্পরকে চিঠি লিখতো এখন সেখানে মেসেজ করে। এইটুকুই যা তফাৎ! '
বৃহস্পতিবার বিকেলে মধ্যে কলকাতার এক অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়েছিল ' প্রেম টেম ' এর গোটা টিম। ছবির ট্রেলার দেখানোর পাশাপাশি ছবিতে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গাওয়া গান ' তোমারই তো কাছে '-র ভিডিও দেখানো হয়। সঙ্গে এই অনুষ্ঠানেই শুভ মহরৎ হয় ছবিতে গাওয়া অনুপম রায়ের ' জলফড়িং ' গানের রিভিসিটেড ভার্সনের। ছবির টিমের সঙ্গে আলাপচারিতার ফাঁকেই জানা গেল ' বকলস ' উপন্যাসে যেমন উল্লেখ রয়েছে তা মেনেই প্রায় গোটা ছবির শ্যুটিং সারা হয়েছে চন্দননগর ও শ্রীরামপুর অঞ্চল জুড়ে। পাশাপাশি প্রায় সাতদিন ধরে শ্রীরামপুর কলেজেও শ্যুটিং সেরেছে ছবির গোটা ইউনিট। ছবির প্রধান তিন মুখ সৌম্য,শ্বেতা এবং সুস্মিতা অকপটে জানালেন তাঁরা এই ছবির মাধ্যেম টলিপাড়ায় ডেবিউ করতে পেরে যারপরনাই খুশি। নিজেদের এই ছবি নিয়ে যে তাঁরা যথেষ্ট উত্তেজিত সেকথাও লুকিয়ে রাখার কোনও চেষ্টা করেননি তাঁরা। নিজের ছবিতে এই নবাগত,নবাগতা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করার ব্যাপারে অনিন্দ্য জানান তিনি বরাবরই তাঁর পরিচালনায় নবাগত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করে এসেছেন। তাঁর প্রথম ছবি ' ওপেন টি বায়োস্কোপ ' এর সময় থেকেই। তবে ' প্রেম টেম ' এর ব্যাপারে কিন্তু তিনি মোটেই ইচ্ছাকৃত আনকোরা নতুন অভিনেতাদের সঙ্গে কাজ করেননি। গল্পের চাহিদাই ঠিক তাই ছিল। অতএব...
আগামী ১২ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ' প্রেম টেম '.উল্লেখ্য, এই ছবির মাধ্যমেই চলতি বছর বড়পর্দায় নিজেদের সংস্থার ছবি দর্শকদের সামনে হাজির করবে এসভিএফ।