Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কোভিডে আক্রান্ত হলেন এআইএডিএমকে-র প্রাক্তন নেত্রী ভি কে শশিকলা। তাঁর কোভিড পজিটিভ ধরা পড়ে বুধবার।হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় ৪ বছরের কারাদণ্ড হয়েছে শশিকলার। তিনি বেঙ্গালুরুর পারাপান্না অগ্রহারে রয়েছেন। এবছর ২৭ জানুয়ারি তাঁর মুক্তি পাওয়ার কথা। তবে, জেলে থাকাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালেনিয়ে যাওয়া হয়।আর টেস্টের পরই তার ধরা পড়ে করোনা। বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে।শশিকলার উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস এবং হাইপোথাইরয়েডের সমস্যা রয়েছে। হাসপাতাল সূত্রে খবর তিনি আপাতত স্থিতিশীল। শশিকলার ভাইপো তথা দলের সাধারণ সম্পাদক টিটিভি দিনাকরণ বলেন, “চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন শশিকলা। উনার শারীরিক অবস্থা স্থিতিশীল। সংক্রমণের জন্য অক্সিজেন দিতে হয়েছে উনাকে।সিটি স্ক্যান করতে হতে পারে।”সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার সকালে সামান্য জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়ে এআইএডিএমকে নেত্রীর। তারপরই তাঁকে বাওরিং অ্যাণ্ড লেডি কার্জন মেডিক্যাল কলেজ অ্যাণ্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সেখানে নমুনা পরীক্ষা করা হলে কোভিড পজিটিভ ধরা পড়ে শশির। তারপর বৃহস্পতিবার ভিক্টোরিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।