Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কেন্দ্রের থেকে অনুমতি পাওয়ার পর ধীরে ধীরে ফের একবার শুরু হয়েছে বলিউডের শ্যুটিংয়ের কর্মকান্ড। তবে রীতিমতো নানান সতর্কতা ও নিয়মবিধির গন্ডি পেরিয়ে তবেই সেটে ক্ল্যাপ্সটিকের আওয়াজ পাওয়া যায়। সম্প্রতি, এই নিউ নরম্যাল লাইফে শ্যুটিংয়ের নানা ঝঞ্ঝাট নিয়ে মুখ খুললেন জনপ্রিয় বলি-অভিনেতা ভিকি কৌশল। খুব তাড়াতাড়ি ' উরি ' ছবি খ্যাত পরিচালক আদিত্য ধরে পরবর্তী ছবি ' দ্য ইমমর্টাল অশ্বত্থমা '-র শ্যুটিং শুরু করবেন ভিকি। এ প্রসঙ্গে ভিকি জানিয়েছেন যে করোনা পরবর্তী সময়ের এই নিউ নরম্যাল লাইফে ছবি তৈরির পদ্ধতির ওপর বিরাট পরিবর্তন এসেছে। যদিও এই পরবর্তনগুলিকে তিনি এক ধরণের ' চ্যালেঞ্জ ' হিসেবেই দেখছেন। ভিকির কথায় আজকাল ছবির শ্যুটিংয়ের আগে সেটে থাকবে ইউনিটের এমন প্রতিটি সদস্যকে করোনা পরীক্ষা করতে হয়,সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হয় এবং বায়ো-বাবলের মধ্যে দিয়েও যাওয়াটাও একান্তই জরুরি। এছাড়াও করোনার বিরুদ্ধে লড়াইয়েরজন্য জারি রয়েছে একাধিক নিয়ম ও কঠোর সতর্কতা। এসব পদ্ধতি ঠিকঠাক পালন করা হচ্ছে কি না তা নজরদারির করার সম্পূর্ণ দায়িত্ব গিয়ে বর্তায় ছবির প্রোডাকশন টিমের ওপর।এরপর এই প্রসঙ্গে ভিকির সংযোজন,' এই কাজ মোটেই সহজ নয়। ' নিজের বক্তব্যের শেষে এই বিখ্যাত অভিনেতা আরও জানান যে ধীরে ধীরে তাঁরা এই নিয়মের সঙ্গে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন এবং তিনি আশাবাদী 'অশ্বত্থমা ' ছবির শ্যুটিংয়ের সময়ে করোনার প্রকোপ আরও অনেকটাই কমবে।