Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
হ্যাশট্যাগ হোমকামিং' ছবিটির শ্যুটিংপর্ব শেষ করে পরিচালক সৌম্যজিৎ মজুমদার ও ছবির কলাকুশলীরা বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হলেন। এটিই পরিচালকের প্রথম ছবি। ছবিটি বাংলা,হিন্দি,ইংরেজি ভাষায় তৈরি হবে। ছবিটিতে বলিউড-টালিউডের ২৩ জন অভিনেতা অভিনয় করেছেন।এদের মধ্যে রয়েছেন সায়ানি গুপ্ত, হোসেন দালাল, তুষার পান্ডে, সোহম মজুমদার,প্লাববিতা ঠাকুর,পূজারিণী ঘোষ, সায়ন ঘোষ, সৌরভ শুভ্র দাস,শ্রেয়া ভট্টাচার্য, প্রতিম চট্টোপাধ্যায় প্রিয়াঙ্কা মন্ডল ও তুহিনা দাস প্রমুখ । ছবির শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন অঞ্চলে এবং টিটাগরে।ফেস্টিভ্যালে ছবিটি পাঠানোর পরিকল্পনা রয়েছে। অতিথি প্ল্যাটফর্ম ও মাল্টিপ্লেক্সে ছবিটি মুক্তি পেতে পারে। তিনি আরো জানান ছবিতে যারা অভিনয় করেছেন তাদের বেশিরভাগই নাটকের সঙ্গে যুক্ত। প্রসঙ্গত, সৌম্যজিতের শুরুও নাটক থেকেই। বেশকিছু বাংলা ছবিতে তিনি অভিনয়ও করেছেন। এই ছবির গল্প লিখেছেন সৌম্যজিৎ নিজেই। পুরো ছবিটি শ্যুট করা হয়েছে রাতের আলোয়।কারণ দুর্গাপূজার নবমীর রাতের একটি ঘটনাকে কেন্দ্র করে এ ছবির কাহিনী নির্মিত হয়েছে। সৌম্যর কথায় ছবিটি প্রেমের,বন্ধুত্বের এবং ভালোবাসার। গ্রুপ থিয়েটারের ভেঙে যাওয়া এবং তারপরে দুর্গাপূজার নবমীর একরাতে থিয়েটারের সেই পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া-পুরনো স্মৃতি ফিরে পাওয়া এবং আবার থিয়েটার কে নতুন করে গড়ে তোলা...... ছবিতে থাকছে তিনটি হিন্দি ও দুটি বাংলা গান।গান গেয়েছেন অরিজিত সিং এর বোন অমৃতা সিং।