Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
চলতি বছরের প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় একটি অডিও টিজার রিলিজ করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ' অ্যানিম্যাল ' ছবির কথা। ' কবীর সিং ' খ্যাত পরিচালকের এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। ছবিতে রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরিণীতি চোপড়া, ববি দেওল এবং অনিল কাপুরকে। জানা গেছে হাড় হিম করা একশন এবং ডার্ক ড্রামা ছাড়াও এই ছবির মূল উপজীব্য নাকি হতে চলেছে প্রধান চরিত্রদের পরস্পরের সঙ্গে সম্পর্কের সমীকরণ এবং টানাপোড়েন। আরও জানা যাচ্ছে এই গ্যাংস্টার ড্রামায় রণবীরের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যাবে পরিনীতিকে এবং বাবার ভূমিকায় অনিলকে। সূত্রের খবর, ' রেস ৩ ', ' আশ্রম ' এর পর এই ছবিতে ফের একবার খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববিকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুন মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং।