পিএসজি'র হয়ে শততম ম্যাচটি খেলতে নেমেছিলেন নেইমার। চোট-আঘাত পর্ব সামলে শুক্রবার মাঠে ফিরলেন তিনি। নিজে গোল করলেন। গোল করালেন। দল জিতল বড় ব্যবধানে। বেজায় খুশি নেইমার। ম্যাচর শেষে পিএসভি টিভিকে বলেছেনও সেসব কথা। " খুব খুশি। এই ক্লাবের হয়ে শততম ম্যাচ খেলে ফেললাম। অভিভূত। আমরা জিতেছি। আমি গোল পেয়েছি। কিলিয়ান গোল পাওয়ায় খুশি। আত্মবিশ্বাস আরও বাড়বে। আমার গোলের পাসটা সেই পাঠিয়েছিল। ধন্যবাদ তাকে। এমনভাবে সব ম্যাচ খেলতে চাই। দলের জন্য করা, সতীর্থদের গোলের রাস্তা খুলে দেওয়া-আর দলের জয়। এইসব তো চাই। "
শেষ ৬ ম্যাচে জয় দেখেনি দল। তারমধ্যে ৪ টিতেই হার। মঁপেলিয়ের সাম্প্রতিক ফর্মই বলে দিচ্ছে তাঁদের সময় মোটেও ভালো যাচ্ছে না। এমন অবস্থায় তাঁরা মুখোমুখি হয় ভালো ফর্মে থাকা প্যারিস সেইন্ট জার্মেইয়ের।
লিগ ওয়ানের ম্যাচে শুক্রবার মন্টপেলিয়ারের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে নেইমারের পিএসজি। চার গোলের মধ্যে কিলিয়ান এমবাপ্পে করেন ২টি গোল। এছাড়া নেইমার ১টি ও মাওরো ইকার্দি ১টি করে গোল করেন।
এই জয়ে লিগ ওয়ানে পয়েন্ট টেবিলের পয়লা নম্বর স্থান মজবুত করল প্যারিসের দলটি। ২১ ম্যাচে ১৪ জয় ও তিন ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে লিল দুইয়ে, ৪০ পয়েন্ট নিয়ে লিওঁ তিন নম্বরে আছে। ২৮ পয়েন্ট নিয়ে ১১তম অবস্থানে আছে মন্টপেলিয়ার।
পার্ক দেস প্রিন্সেসে এই ম্যাচটিতে শুক্রবার ১৯ মিনিটেই ১০ জনে মিলে লড়াই চালিয়ে যেতে হয় মন্টপেলিয়ারকে । ১৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের গোলরক্ষক জোনাস ওমলিনকে। এমবাপ্পেকে বক্সের বাইরে ফাউল করায় ওমলিনকে লাল কার্ড দেখান রেফারি।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ম্যাচের হোম টিম পিএসজি। ৩৪ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার কাছ থেকে পাওয়া বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে অপ্রতিরোদ্ধ হয়ে ওঠেন এমবাপ্পে-নেইমাররা। মাত্র তিন মিনিটে তাঁরা করেন বাকি তিনটি গোল!
৬০ মিনিটে গোল পান স্বয়ং নেইমার। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। এর পরের মিনিটেই ব্যবধান ৩-০ করেন মাওরো ইকার্দি। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও ম্যাচের শেষ গোলটি করেন এমবাপ্পে।
করোনা পজিটিভ হওয়ার কারণে এক সপ্তাহ আইসোলেশনে ছিলেন পিএসজি কোচ মাউরিসিও পোচেত্তিনো। করোনা যোদ্ধা হয়ে সেরে উঠে মাঠে ফেরার পরই তাঁকে এমন জয় নিয়ে অভ্যর্থনা জানাল শিষ্যরা।
দলের এমন জয়ের পর মাউরিসিও পোচেত্তিনো বলেন, " আমার খুব ভালো লাগছে। মাঠে ফিরতে পেরে আমি নিজেই খুবই খুশি। দারুণ একটি ম্যাচ হয়েছে। ম্যাচের জন্য আমরা এই কম্বিনেশন (এমবাপ্পে, নেইমার, ডি মারিয়া, ইকার্দি) তৈরি করেছিলাম । যদি এই কম্বিনেশন ধরে রাখতে পারা যায় তাহলে আশা করি, ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেখানো যাবে।’
23rd January, 2021 11:27 am