Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আর মাত্র কয়েক ঘন্টা। তারপরেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালাল। ২৪ জানুয়ারি কড়া নিরাপত্তার ঘেরাটোপে আলিবাগের ম্যানশন হাউস নামের পাঁচতারা রিসর্টে বসবে এই অনুষ্ঠান।তবে উল্লেখ্য পরিবার ও খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই চার হাত এক করবেন এই জুটি। জানা গেছে, এই বিয়ের অনুষ্ঠানে নাকি মাত্র ৫০ জন আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন। যদিও এই তালিকা ছোট্ট তবে আশা করা হচ্ছে বেশ কিছু তারকাখচিত নাম শোভা পাবে সেখানে। সূত্রের খবর, নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহরুখ খান,সলমন খান,করণ জোহর।আছেন বরুণের ছোট্টবেলার বন্ধু ওরফে জনপ্রিয় বলি তারকা অর্জুন কাপুরও। এছাড়াও আরও বলি নামের মধ্যে রয়েছেন পরিচালক শশাঙ্ক খৈতান এবং তারকা ডিজাইনার মনীশ মালহোত্রা। তবে আশ্চর্যের বিষয় বরুণের বিয়ের অনুষ্ঠানের যোগ দেওয়ার আমন্ত্রণ পাননি পেহলাজ নিহালানি এবং গোবিন্দা। উল্লেখ্য,এই দুই ব্যক্তিত্বের সঙ্গে বরুণের বাবা ডেভিড ধাওয়ানের বন্ধুত্ব ও ফিল্মি কেরিয়ার ওতপ্রোতভাবে যুক্ত। আমন্ত্রণপত্র পৌঁছয়নি ' জলসা '-তেও। অর্থাৎ গোটা বচ্চন পরিবারকে বাদ দেওয়া হয়েছে এই বিয়ের অনুষ্ঠান থেকে। অন্যদিকে, এই অনুষ্ঠানে অর্জুন কাপুর উপস্থিত থাকলেও আমন্ত্রণ যায়নি তাঁর বাবা ওরফে বিখ্যাত ছবি প্রযোজক বনি কাপুরের কাছে!
এই গোটা প্রসঙ্গে ধাওয়ান পরিবারের ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক এক বলি-প্রযোজক জানিয়েছেন যে বরুণ-নাতাশার বিয়ে যেন অনেকটা অভিষেক-ঐশ্বর্য্যর বিয়ের অনুষ্ঠানের পুনরাবৃত্তি হতে চলেছে। অর্থাৎ হাতে গোনা কয়েকজন ছাড়া এই বিয়ের অনুষ্ঠান থেকে গোটা বলিউডকে ছেঁটে ফেলা হয়েছে। তাঁর কথায়,'এই ঘটনা বলিউডের অনেকেরই ক্ষোভের কারণ হতে চলেছে।