Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
গত বেশ কয়েকদিন ধরেই 'বচ্চন পান্ডে '-র মুক্তির তারিখ নিয়ে বাজারে জল্পনা চলছিল। বর্তমানে জয়সলমীরে এই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয়কুমার সহ গোটা ছবির ইউনিট। সদ্য এই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হলো। ২০২২ সালের ২৬ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
উল্লেখ্য,' বচ্চন পান্ডে '-তে সম্পূর্ণ এক নয়া অবতারে দেখা যাবে অক্ষয় কুমারকে।' লক্ষ্মী বোম্ব ' ছবিতে যেমন এক রূপান্তরকামীর চরিত্রে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন ' খিলাড়ি ' ঠিক তেমনই এই ছবিতে পুরোপুরি ' রাগেড ' লুকে ধরা দেবেন অক্ষয়। সঙ্গে কটা রঙের চোখের মণি অক্ষয়ের চরিত্রের কাঠিন্য ও হিংস্রতাকে ধারালো করে তুলেছে বহুগুণ বেশি। সূত্রের খবর, এই ছবিতে সম্পূর্ণ এক ' নতুন ' অক্ষয়কে দেখতে পাবেন দর্শকের দল। ফরহাদ সমঝি পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবিতে অক্ষয়ের বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন কৃতি শ্যানন। ' হাউজফুল ৪ ' এর পর ফের একবার কৃতির সঙ্গে এই ছবিতে জুটি বাঁধছেন ' খিলাড়ি '। চলতি বছরেই পরপর মুক্তির অপেক্ষায় দিন গুনছে অক্ষয় অভিনীত ' সূর্যবংশী ', ' বেল বটম ', ' রাখী বন্ধন ', ' অতরঙ্গি রে ', ' পৃথ্বীরাজ ' এর মতো একাধিক ছবি।