Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সলমন খানের বিপরীতে নায়িকার ভূমিকায় বলিউড ডেবিউর স্বপ্ন দেখেন বহু অভিনেত্রী। এবার সলমন খানের সঙ্গে শুধুমাত্র এক ছবিতেই নয়,রীতিমত তাঁর নায়িকার চরিত্রে বলিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী প্রজ্ঞা। মহেশ মঞ্জরেকর পরিচালিত ' অন্তিম ' ছবিতে ছোট্ট হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রজ্ঞাকে। উল্লেখ্য, ' অন্তিম ' এ মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে সলমন ও তাঁর ভগ্নিপতি ওরফে বলি-অভিনেতা আয়ুষ শর্মাকে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে ' অন্তিম ' এর একটি টিজার। সেখানে দেখা যাচ্ছে অনাবৃত পেশীবহুল চেহারা নিয়ে এই দুই নায়ক পরস্পরের সঙ্গে ' হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট '-এ ব্যস্ত। বলাই বাহুল্য, সেই টিজার ভাইরাল হয়েছিল নিমিষে।
' অন্তিম ' এ একজন কড়া শিখ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সলমনকে। অন্যদিকে, এক দুর্দমনীয় গ্যাংস্টারের চরিত্রে পর্দায় নিজেকে ধরা দেবেন আয়ুষ। ২০২০-র নভেম্বর মাস থেকেই পুণেতে শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। এরপর মুম্বই শহরের বাইরে বেশ কিছু মফঃস্বল অঞ্চলেও এই ছবির কয়েক দফার শ্যুটিং চলেছে। সূত্রের খবর,মাত্র কয়েকদিন আগেই ' অন্তিম ' এর ছবির শ্যুটিংয়ে যোগ দিয়েছেন এই প্রখ্যাত দক্ষিণী তারকা অভিনেত্রী। চারদিনের শ্যুটিংও নাকি ইতিমধ্যেই সেরে ফেলেছেন তিনি। প্রসঙ্গত, ' অন্তিম '- এ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করবেন বরুণ ধাওয়ানও। ছবির একটি গানের সিকোয়েন্সে সলমনের সঙ্গে গানের সুরে পা মেলাতেও দেখা যাবে তাঁকেও।