Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
মহম্মদ সিরাজ : অস্ট্রেলিয়া সফরের আবিষ্কার। তাঁকে সহ ছয়জনকে পুরস্কৃত করছেন আনন্দ মহীন্দ্রা।--ফাইল ছবি।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করার জন্য ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পাঁচ কোটি টাকা ইনসেনটিভ ঘোষণা করেছেন। এবার ভারতীয় দলের ছয় তরুণ সদস্যের জন্য এস ইউ ভি গাড়ি উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন আনন্দ মহীন্দ্রা। যে ছয় জনের জন্য তিনি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তাঁরা হলেন শার্দূল ঠাকুর, নভদীপ সাইনি, শুভমন গিল, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন। এই ছয় জনের মধ্যে এক শার্দূল ছাড়া বাকি পাঁচজনেরই টেস্ট অভিষেক হয়েছে অস্ট্রেলিয়াতে। তবে শার্দূল এর আগে একটা টেস্টেই খেলেছিলেন এবং তাতে তিনি বল করেছিলেন ১.৪ ওভার। সেই বিচারে অস্ট্রেলিয়াতেই প্রকৃত অর্থে শার্দূলের টেস্ট অভিষেক হয়েছে বলা যায়।
বাকি ছয়জনের মধ্যে মহম্মদ সিরাজ সব চেয়ে সফল। সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে তাঁর। তিনটি টেস্টে তেরোটি উইকেট পেয়েছেন তিনি। এই ব্যাপারে তিনি সবার আগে। দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে শুভমন গিলের। ব্রিসবেনে ভারতের জয়ের পিছনে বিরাট অবদান ছিল শুভমনের। দ্বিতীয় ইনিংসে ৯১ রান করেন পঞ্জাবের এই তরুণ ওপেনার। আর টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দরের অভিষেক হল ব্রিসবেনে। দুজনেই ব্যাটে এবং বলে ছাপ রেখেছেন। শার্দূলও ব্রিসবেনে ব্যাটে এবং বলে সফল। আর নভদীপ সাইনি মেলবোর্ন থেকে টেস্ট খেলছেন। সেই ম্যাচেই তাঁর অভিষেক হয়েছিল। সব মিলিয়ে তিনিও যথেষ্ট ভাল পারফর্ম করেছেন। আনন্দ মহিন্দ্রা নবাগত এই ছয়জনকে বেছে নেওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে ক্রিকেট মহল।