Written By রাজু দাস
ট্রাক ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলেই মৃত্যু হল নার্সের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১জন। মৃত নার্সের নাম আজমিরা মোল্লা (২২)। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ক্যানিং- বারুইপুর রোডের তালদি শিরীষতলা মোড়ে। স্থানীয় সূত্রে খবর, মোটর ভ্যানে করে ট্রেন ধরতে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা স্টোন চিপসে ভরা ১টি ট্রাকের সঙ্গে ধাক্কা হয় মোটর ভ্যানটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজমিরার ও গুরুতর আহত হয় রুবিনা গাজী নামে আরেকজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ট্রাকের চালক পলাতক তবে ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।