Written By কল্যাণ চন্দ্র
আগুন লেগে ব্ন্ধ সরকারি হাসপাতালের ডায়ালিসিস বিভাগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস বিভাগে। রবিবার হঠাৎ করে আগুন ধরে যায় হাসপাতালের ডায়ালিসিস বিভাগে। ডায়ালিসিস চলাকালীন আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। হাসপাতাল কর্মীরা রোগীদের বাইরে বের করে নিয়ে যান । ডায়ালিসিস কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান রবিবার সকালে বৈদ্যুতিক ল্যাম্প হঠাৎ করে জ্বলতে শুরু করে তারপরই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে । ডায়ালিসিস কর্মীদের তৎপরতায় আগুন নেভে। বিদ্যুৎ বন্ধের কারণে বন্ধ রাখা হয় ডায়ালিসিস বিভাগ। তবে হতাহতের কোনো খবর নেই। কি করে আগুন লাগল তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।