Written By কলকাতা ওয়েব ডেস্ক
বারংবার বৈঠক, কমিটি গঠন আইন স্হগিতের প্রস্তাব কোনও কিছুই আটকাতে পারেনি সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের। শেষ পর্যন্ত প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র্যাক্টর মিছিলের অনুমতি দিল দিল্লি পুলিশ। কিন্তু তারই সঙ্গে চাপিয়ে দেওয়া হয়েছে বেশকিছু শর্ত। ট্র্যাক্টর মিছিল করতে হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের পর, পরিকল্পিত পথেই করতে হবে মিছিল। পুলিশের তরফ থেকে আরও বলা হয়েছে দিল্লির যে তিনটি বর্ডারে আন্দোলন চলছে সেখান রাজধানীতে সবাই একত্রিত হলেও ওই এলকার আশেপাশেই থাকতে পারবেন তারা। মধ্য দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না মিছিল।
অন্যদিকে জমহুরি কিসান সভার সাধারণ সম্পাদক কুলবন্ত সিং সাধু জানিয়েছেন হাজার হাজার ট্র্যাক্টর এর মধ্যেই দিল্লির উদ্দেশে রওনা হয়েছে। ভারতীয় কিসান মোর্চা প্রেসিডেন্ট বুটা সিং সাদিপুরের মতে ২ থেকে ৩ লক্ষ ট্র্র্যাক্টরের জমায়েত হবে ওই এলাকায়। পাশাপাশি ভারতীয় কিসান মোর্চা নিশ্চিত করেন যে তাঁদের তরফ থেকে শান্তিপূর্ণ ভাবেই মিছিল করা হবে।
প্রজাতন্ত্র দিবসের দিন পূর্ব ঘোষিত এই মিছিল যাতে বাতিল করা হয় সেই চেষ্টাও করে অমিত শাহের অধীন উচ্চ পদস্থ দিল্লি পুলিশ কর্তারা। সেই সম্ভামবনা ক্ষীণ হতেই নানা শর্ত আরোপের মাধ্যমে দেওয়া হয়েছে মিছিলের অনুমতি। এছাড়াও তাঁদেরকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে প্রস্তাবিত রুট, ট্র্যাক্টর সংখ্যা, সময় সহ সব তথ্য। সূত্র মারফত খবর টিকরি সীমান্তের কাছে প্রায় ১২৫ কিলোমিটার রাস্তা ট্র্যাক্টরের চাকা গড়াবে। ব্যবস্থা করা হয়েছে বাড়তি নজরদারির। গোটা শহর জুড়ে মোতায়েন থাকবে ৪০,০০০ পুলিশ। এছাড়াও আইটিপিবি ও সিআরপিএফ কর্মী মোতায়েন থাকবে সিঙ্ঘু টিকরি ও গাজিপুর সীমান্তে।