Written By দেবোপম সরকার
সমাজসেবী মডেল ডান্স কোরিওগ্রাফারের পর এবার ফ্যাশন ডিজাইনারের ভূমিকায় এবার দেখা যাবে প্রাক্তন মিসেস ইউনিভার্স অপ্সরা গুহ ঠাকুরতাকে। শুরু করলেন Apsara The Designer Studio. সম্প্রতি নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে ফ্যাশন শো এর মাধ্যমে তাঁর অফিশিয়াল লঞ্চ অনুষ্ঠিত হল। যদিও তাঁর ডিজাইনার স্টোর শুরু হয়েছিল গত বছর শেষের দিকে। তবে করোনার আবহে তার আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেননি। তাই এবার নতুন বছরে সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন তাঁর কালেকশন। তাঁর কালেকশন মূলত শাড়িকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে যার মধ্যে ওয়েস্টার্ন ছোঁয়া থাকবে। ঢাকাই জামদানি শাড়ি দিয়ে বিভিন্ন ড্রেস বানানো হয়েছে। এক কথায় বলা যেতেই পারে ভারতীয় এবং ওয়েস্টার্ন ড্রেসের ফিউশন এই কালেকশন।