Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। রবিবার ভোরে হঠাৎই শ্বাসকষ্ট সেই সঙ্গে বুকে ব্যাথা অনুভব করেন তিনি। এরপরেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিক পরীক্ষার পরেই তাঁকে হাসপাতালে ভরতি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে, মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শনিবার থেকেই অসুস্থতা বোধ করছিলেন তিনি। যদিও সেই সময় হাসপাতালে ভরতি করার মতো পরিস্থিতি দেখা যায়নি। কিন্তু, রবিবার ভোর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। হাওড়ার তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে হাওড়া তৃণমূল সদর কার্যালয়ে থাকার সময়েই হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বুকে অস্বস্তি নিয়েই বাড়িতে চলে যান। পারিবারিক চিকিৎসক তাঁকে দেখে প্রয়োজনীয় ওষুধপত্র দেন। এরপর ভোররাত থেকেই বুকের ব্যাথা বাড়তে থাকে। এরপর আর তাঁকে বাড়িতে রাখা নিরাপদ মনে করেননি চিকিৎসকরা। তবে রাজ্যের মন্ত্রী তথা হাওড়া (শহর) তৃণমূল কংগ্রেসের সভাপতির শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে রাজ্যের সমবায় মন্ত্রীকে।