Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ভোটের আবহাওয়ার আঁচে সরগরম টলিউড। টলিপাড়ার বিভিন্ন জনপ্রিয় মুখ যোগ দিচ্ছেন রাজনৈতিক দলগুলিতে। এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন জনপ্রিয় টলি-অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। পাশাপাশি তৃণমূলে নাম লেখালেন ইম্পার কর্তা পিয়া সেনগুপ্ত। রবিবার কৌশানির হাতে দলীয় পতাকা তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু। কৌশানি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টা মানুষের কথা ভাবেন। তাঁর আমলে নানা সুযোগ-সুবিধা আমরা পাচ্ছি। তা, নই আমার বিশ্বাস, আবার মানুষ তাঁকে ফিরিয়ে আনবে। আমি চাই আমায় দেখে আরও অনেকে এগিয়ে আসুক। দিদির সৈনিক হয়ে দাঁড়াক।” কৌশানির পাশাপাশি একই মঞ্চে দাঁড়িয়ে তাঁর হবু শাশুড়ি পিয়া সেনগুপ্ত বলেন,'তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিয়ে আসব।'
উল্লেখ্য, কিছুদিন আগে অভিনেতা সৌরভ দাসও তৃণমূলে যোগ দিয়েছেন। টাকার টলিপাড়া থেকে শাসকদলে যোগ দেওয়া নতুন কোনও ঘটনা নয়। সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন দেব, মিমি চক্রবর্তী, নুসরত জাহান। শাসক দলে রয়েছেন ব্রাত্য বসু, দেবশ্রী রায়, শতাব্দী রায়ও।