Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কৃষক আন্দোলনের সমর্থনে রয়েছে মহারাষ্ট্রও। আন্দোলনকে সমর্থনের জন্য হাজার হাজার কৃষক মুম্বইতে জমায়েত হতে রবিবার থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। সোমবার তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজাদ ময়দানে ধর্নায় বসবেন তাঁরা। তাঁদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি, কংগ্রেস, শিবসেনা, বহুজন আগাড়ি ও বামদলগুলি রয়েছে কৃষক সমর্থনে। এনসিপি প্রধান শরদ পাওয়ারও থাকতে পারেন এই ধর্নায়। রাজনৈতিক দলগুলির পাশাপাশি সমর্থন রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও নাগরিক সংগঠনগুলিরও।
মুম্বইয়ের উদ্দেশে এই পদযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকেই। মহারাষ্ট্রের ২১ টি জেলার প্রায় ১৫ হাজার কৃষক জড় হন নাসিকের গল্ফ ক্লাব ময়দানে।সেখান থেকেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন তাঁরা। পদযাত্রার আহ্বায়ক মহারাষ্ট্রের কৃষক ইউনিয়ন সংযুক্ত শ্বেতকারি কামগার মোর্চার আহ্বায়ক অশোক ধনওয়ালে জানান নাসিক থেকে ১৮০ কিলোমিটার পথ হেঁটে আজাদ ময়দানে পৌঁছাবেন কৃষকরা।
গত ২৬ নভেম্বর থেকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। কেন্দ্রের সঙ্গে বিভিন্ন সময়ে নানা প্রস্তাবের বৈঠকে কেন্দ্রকে কার্যত নিরস্ত্র করেছে আন্দোনলরত কৃষকরা। তিন কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দেওয়ার দাবিতে কৃষকদের এই আন্দোলন বলে দাবি করেন ধনওয়ালে। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করার পরিকল্পনা রয়েছে তাঁদের। রবিবার সকাল থেকেই নাসিকের রাস্তায় ব্যানার পতাকা নিয়ে কৃষকদের যাত্রা খবর শিরোনামে।