Written By টুটুন দাস
ভরা শীতে জঙ্গল পাহাড় ঘেরা বেলপাহারির দুর্গম এলাকায় পর্যটনকে সামনে রেখে আয়োজন করা হল হাফ ম্যারাথন। এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৯৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। নানা বয়সী নারী পুরুষ প্রতিযোগী এদিন গাডরাসিনী পার্বত্য এলাকা থেকে খাদারানী লেকের পাশ দিয়ে ফের পাহাড় জঙ্গল ঘেরা দুর্গম পথ অতিক্রম করে ফিরে আসেন গাডরাসিনিতে। প্রতিযোগীদের তিনটি বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতা করা হয়। এই প্রতিযোগিতায় ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার এই তিনটি বিভাগ ছিল। প্রতিযোগীদের মধ্যে ১৫ জন পুলিশ কর্মী ছিলেন বলে জানান ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলা পুলিশ, ঝাড়গ্রাম জেলা হোটেল ওনার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্পর্টিভ নামে একটি সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। স্পটিভের পক্ষ থেকে উত্তম ধর জানান, বেলপাহাড়িতে এ ধরনের প্রতিযোগিতা করা হল পর্যটনের আকর্ষণ বাড়াতে। আগামী দিনে জেলা পুলিশ ও ঝাড়গ্রামের পর্যটন সংস্থাগুলোর সহযোগিতা পেলে ঝাড়গ্রাম শহরেও এই ধরণের প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।