Written By অতনু সমাদ্দার
রবিবার রাজারহাটের ভোজেরহাটে শুরু হল খাদ্য মেলা। এদিন এর সূচনা করেন রাজারহাটের বিধায়ক তথা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু। ৪র্থ বর্ষের এই মেলাতে প্রায় ২০ টি স্টল রয়েছে এখানে। করোনা পরিস্থিতিতে মানুষ একেবারে ঘরকুনো হয়েছিল। মানুষের একঘেয়েমী জীবন যাত্রা থেকে মুক্তি পেতে নিউ নর্মালে সব ধরণের স্বাস্থ্যবিধি মেনেই এই মেলাটির আয়োজন করা হয়েছে বাগুইহাটি জোড়া মন্দির ভিআইপি রোড সংলগ্ন রাস্তার পাশে । মেলাতে স্থান পেয়েছে বেশ কিছু খাবারের স্টল। পথ চলতি থেকে সাধারণ মানুষ এখানকার খাবার কিনে তা চেটেপুটে খাবারের স্বাদ যাতে নিতে পারেন তার জন্য রয়েছে পরিবার নিয়ে একসঙ্গে বসে খাবার ব্যবস্থা। এক সপ্তাহ ধরে চলবে এই মেলা। বিগত দিনে এই মেলাতে যে পরিমাণ জনসমাগম হয়েছিল তার থেকে অনেক অনেক বেশি লোক আসবে এবারের এই মেলাতে এমনটাই আশা উদ্যোক্তাদের।