Written By দীপঙ্কর গুহ
রাজস্থান রয়্যালসের ওয়েবসাইটে কুমার সাঙ্গাকারা। ছবিঃ সৌ-টুইটার
কুমার সাঙ্গাকারাকে রাজস্থান রয়্যালস ক্রিকেট ডিরেক্টর পদে বসালো। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং উইকেটকিপার -ব্যাটসম্যানের কাজ শুরু হয়ে যাচ্ছে আসন্ন আইপিএল মিনি প্লেয়ার্স অকশন থেকেই। টিমের সিইও মাইক ফোর্ডহ্যাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "সাঙ্গাকারার ব্যাটিং এবং অধিনায়কের অভিজ্ঞতা দলের কাজে লাগবে।" কুমার সাঙ্গাকারা। ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারে ২৮,০০০ রানের মালিক। সেই অভিজ্ঞ ক্রিকেটারটিও প্রস্তুত দলের হয়ে এই চ্যালেঞ্জটা নিতে। তিনি জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটে আইপিএল এক চিত্তাকর্ষক ক্রিকেটের মঞ্চ। সেখানে একটি দলের হয়ে এমন দায়িত্বে যুক্ত হওয়া তাঁর কাজে বড়মাপের সুযোগ। তিনি চান, অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে দলের সেরা সাফল্য তুলে আনতে। এই দল এবার একের পর এক চমক দেওয়া পদক্ষেপ করে চলেছে। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে দলে থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ভারতীয় আক্রমণাত্মক ব্যাটসম্যান -উইকেটকিপার সঞ্জু স্যামসনকে অধিনায়ক করা হয়েছে। এবার নতুন দায়িত্বে বসতে চলেছেন সাঙ্গা।