Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
বিক্ষোভে রাস্তায় নামলেন সমর্থকরা। ছবিঃ সৌ-ফেসবুক।
আবেগটা নিয়ে নাড়াচাড়া হচ্ছিল বেশ কয়েক মাস ধরে। আইএসএলে মোহনবাগান খেলছে এটিকে মোহবাগান হয়ে। মিশে গেছে দু'দল। কিন্তু মালিকানার শেয়ার বেশি এটিকে বাবুদের দিকে। তাতেই আপত্তি সবুজ মেরুণ সমর্থকদের। এরইমধ্যে দুটি ম্যাচে দল নেমেছে হোম-অ্যাওয়ে ছেড়ে নিউট্রাল "কালো" জার্সিতে। আর তাতেই ক্ষোভের আগুনে ঘি পড়েছে। রবিবার ৫০০-৬০০ মানুষের বিক্ষোভ নামলো রাস্তায়। এখন জমায়েত-বিক্ষোভ- প্ল্যাকার্ড-ফেস্টুন মানেই রাজনৈতিক রেষারেষি। রবিবার শহর দেখলো অন্য ক্ষোভের স্ফুলিঙ্গ। #RemoveATK ( হ্যাসট্যাগ রিমুভ এটিকে) সোশাল মিডিয়ায় চলছিল এই বিক্ষোভ। মোহনবাগানের ফ্যান ক্লাবদের একটি অংশ " মেরিনার্স" নেমে পড়লো রাস্তায়। প্রথমে ছুটির দিনটিতে ময়দানে ক্লাব তাঁবু গেটে আর তারপর এটিকের কর্ণধার শিল্পপতি সঞ্জীব গোয়াঙ্কার চৌরঙ্গির ভিক্টোরিয়া হাউস অফিস বিল্ডিংয়ের সামনে দেখা গেল অভিনব বিক্ষোভ সমাবেশ। আরও বড় জমায়েত। আরও জোরালো বিক্ষোভের বন্যা বইতে দিতে চায় ক্ষুব্ধ মোহনবাগানের সনাতনী সমর্থকরা। কয়েক মাসে আগেও কলকাতার রঙ সবুজ-মেরুণ হয়ে উঠেছিল, আইলিগ জয়ের উৎসবের জেরে। কিন্তু এবার প্রতিবাদের সুরে সবুজ-মেরুণ রঙে ঢাকলো ক্লাবের ময়দানের রাস্তা থেকে চৌরঙ্গি। এটিকে আর মোহনবাগানের অদ্ভুত সংযুক্তিকরণ এবং সেই নিয়ে মোহন জনতার মধ্যে ক্ষোভ। সংযুক্তিকরণের এক বছর হয়ে গেলেও এই চুক্তিতে খুশি নয় মোহনবাগান সমর্থকরা। নামের আগে এটিকে, থার্ড কিটের ( নিউট্রাল ম্যাচ ) ডিজাইন পুরনো এটিকের মত, – সব মিলিয়ে ক্ষোভের আগুন জ্বলছে মেরিনার্সদের মধ্যে। রবিবার দুপুরে প্রচারমাধ্যমকে আগে জানিয়ে শ'খানেক সমর্থক মোহনবাগান তাঁবুতে জড়ো হন। সকলে মোহনবাগান সমর্থকরা। সেখানে ছিল না কোনও ফ্যান ক্লাবের ভেদাভেদ, শুধু একটাই স্লোগান " মায়ের নাম মোহনবাগান" । প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা এই সংযুক্তিকরণের প্রতিবাদ করে এবং স্লোগান ছাড়ে। দীর্ঘক্ষণ স্লোগান দেওয়ার পর মোহনবাগান তাঁবু থেকে তাঁরা প্রতিবাদ মিছিল করে হাঁটাতে থাকেন চৌরঙ্গির দিকে। ধর্মতলার এই অংশেই ভিক্টোরিয়া হাউস। যেখানে সঞ্জীব গোয়েঙ্কার বিদ্যুৎ কোম্পানি সিইএসসি এর সদর দপ্তর। সেই দপ্তরের সামনে গিয়ে ভিড় একজোট করে প্রতিবাদের গান গাইলেন সমর্থকরা। আর এর জেরে কার্যত স্পষ্ট, ক্ষোভ এবার চরমসীমায় পৌঁছে গেছে মেরিনার্সরা। সঞ্জীব গোয়েঙ্কা এবং এটিকে-মোহনবাগান কর্মকর্তারা যেভাবে মোহনবাগান ক্লাবের ঐতিহ্যের আবেগকে নিয়ে কে ছেলেখেলা করছেন ( এমনটাই দাবী এই সমর্থকদের ), তাতে এমন আন্দোলন ভবিষ্যতেও হবে, তা এদিনই নিশ্চত হয়ে গেল। এটিকে-মোহনবাগান কর্তাদের থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।