Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
নতুন পকসো আইন ঘিরে শুরু হয়েছে দেশজুড়ে বিতর্ক। ১২ বছর বয়সি একটি শিশুর বুকে চাপ দেওয়া ও তার জামাকাপড় খোলানোর চেষ্টার দায়ে অভিযুক্ত ১ব্যক্তির আদালতে দায়ের করা আর্জির প্রেক্ষিতে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ জানিয়েছে, “শিশুদের ক্ষেত্রে জামাকাপড় খুলিয়ে বা জামাকাপড়ের ভেতরে হাত গলিয়ে তাদের বুক বা গোপনাঙ্গ স্পর্শ না করা হলে সেটা কোনোভাবেই যৌন নির্যাতন নয়। এই ঘটনাগুলি পকসো আইনে পড়বে না।” পকসো আইনের ৮ নম্বর ধারা মোতাবেক ওই অভিযুক্তের ৩ বছর জেল হওয়ার কথা ছিল কিন্তু আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারপতি ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৪২ নম্বর ধারা মোতাবেক ওই ব্যক্তিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের মহিলা বিচারপতি পুষ্প গানেদিওয়ালা এই রায় দিয়েছেন।তিনি অবশ্য এও জানিয়েছেন, অঙ্গপ্রবেশ বা ‘পেনিট্রেশন’ না ঘটিয়ে যদি কোনও শিশুকে যৌন ইচ্ছায় স্পর্শ করা হয়, সেটা যৌন নির্যাতন বলেই বিবেচিত হবে। তবে শিশুদের জামাকাপড় খুলিয়ে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে তাদের বুক বা গোপনাঙ্গ স্পর্শ না করা হলে সেটা যৌন নির্যাতন বলে ধরা হবে না পকসো আইনে।