Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
অর্ণবকে নিয়ে মুখ খুললেন বার্কের সিইও পার্থ দাসগুপ্ত। মুম্বই পুলিশকে তিনি হাতে লেখা একটি স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি বলেছেন, রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী স্বপরিবারে ঘুরতে যাওয়ার জন্য পার্থ দাশগুপ্তকে প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা দিয়েছিল। এর পরে রিপাবলিক চ্যানেলের টিআরপি কারচুপি করার জন্য পার্থকে আরও ৪০ লক্ষ টাকা দিয়েছিল অর্ণব। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যেই এই টাকা লেনদেন হয়। এমনকি রিপাবলিক টিভির সম্প্রচার শুরু হওয়ার আগেও পার্থর সঙ্গে অর্ণবের চ্যানেল সংক্রান্ত পরিকল্পনা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছিল।