Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফের ভারত চীন সংঘর্ষ। আহত দুই পক্ষের সেনা। এবারে ভারত চীন সেনার মধ্যে সংঘর্ষ সিকিমে নাকু লা-তে। পূর্ব লাদাখ থেকে এবার লড়াই সরে এসেছে পূর্ব সেক্টরে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী চিনা সৈন্যরা সিকিমের প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করেছিল তখনই বাধা দেয় ভারতীয় জওয়ানরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার মিটার উপরে দুই সেনার মধ্যে সংঘর্ষ হয়। সূত্রের খবর অনুযায়ী চার ভারতীয় সেনা আহত হয়েছেন সংঘর্ষে অন্যদিকে ২০ জন চীনা সেনা আহত হয়েছেন। এই একবছরের মধ্যে এই নিয়ে পূর্ব সেক্টরে দ্বিতীয়বার সংঘর্ষ হল দুই দেশের মধ্যে। অন্যদিকে এই শীতেও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কড়া নজরদারি চালাচ্ছে দুই দেশের সেনাই। বিফলে গেছে দফায় দফায় কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা। তার ওপরে নতুন করে আবার সংঘর্ষ পরিস্থিতে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে।