Written By দেবোপম সরকার
বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক কিশোরীর। রবিবার রাত ১০টা নাগাদ লেকটাউন বাঙ্গুরের এ ব্লকে এই ঘটনা ঘটে। মৃতের নাম নিধি পোদ্দার(১৮)। পরিবার সূত্রে খবর, কিছু জিনিস কিনতে রাতে বাড়ি থেকে বেরিয়েছিল নিধি। কিন্তু তারপর সে আর বাড়ি ফেরেনি। এমনকি তাঁকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের সদস্যরা লেকটাউন থানায় যোগাযোগ করে। পরে পুলিশের কাছে খবর আসে বাঙ্গুর এলাকায় একটি বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে নিধি। তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কি কারণে নিধি সেখানে গেল এবং ছাদ থেকে ঝাঁপ কেন দিল, তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিল নিধি। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।