Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আই এস এল-এর শুরুর দিন থেকেই তিনি খেলছেন। কিন্তু কখনও কলকাতার কোনও ক্লাবে খেলেননি। এই বছর তিনি খেলছিলেন হায়দরাবাদ এফ সি-তে। কিন্তু প্রথম পাঁচটি ম্যাচ খেলার পর চোট পাওয়ায় আর মাঠে নামতে পারেননি। ইস্ট বেঙ্গলও খোঁজ করছিল একজন গোলকিপারের। দেবজিৎ মজুমদার খুবই ভাল খেলছেন। কিন্তু তিনি যদি কোনও কারণে চোট পান কিংবা অসুস্থ হন তাই ইস্ট বেঙ্গলের দরকার ছিল একজন গোলকিপারের। অবশেষে তারা পেল সুব্রত পালকে। এক বছরের জন্য লাল হলুদের এই প্রাক্তনী সই করলেন এস সি ইস্ট বেঙ্গলে। সোমবারই তিনি দলের সঙ্গে যোগ দিলেন। ট্রেডিং সিস্টেমে ইস্ট বেঙ্গল থেকে হায়দরাবাদে গেলেন শঙ্কর রায়, যিনি এবারের আই এস এল-এ একটি ম্যাচ খেলেছেন এবং কোনও গোল খাননি। তবে দেবজিতের সঙ্গে সুব্রত এসে যাওয়ায় ইস্ট বেঙ্গলের শক্তি অবশ্যই বাড়ল। ইস্ট বেঙ্গল খেলেছে ১৩টি ম্যাচ। আরও সাতটি ম্যাচ খেলতে হবে তাদের। ২০০৭-০৯ ইস্ট বেঙ্গলে ছিলেন সুব্রত। সেই বিচারে এটা তাঁর ঘরে ফেরা।