Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
গুঞ্জন ছিলই। বিশেষ করে উনিশে জানু্যারি ই পি এল-এ লেস্টার সিটির কাছে ০-২ হারার পর ধরেই নেওয়া হয়েছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ছাঁটাই করবে চেলসি। সোমবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। চেলসি ছাঁটাই-ই করল ল্যাম্পার্ডকে। চেলসির ইতিহাসে যে কয়েকজন কিংবদন্তি ফুটবলার আছেন তার মধ্যে অন্যতম হলেন ল্যাম্পার্ড। মারিসিও সারিকে সরিয়ে তাঁকে ২০১৯ সালের জুলাই মাসে কোচ করে নিয়ে আসে চেলসি। চুক্তি ছিল তিন বছরের। কিন্তু দেড় বছর যেতে না যেতেই ল্যাম্পার্ড অধ্যায় শেষ। ইংলিশ প্রিমিয়ার লিগে গত আটটা ম্যাচে পাঁচটা হারই ল্যাম্পার্ড বিদায়ের কারণ। এখন চেলসি আছে নয় নম্বরে। তবে চেলসির কোচ হিসেবে শেষ ম্যাচে এফ এ কাপের চতুর্থ রাউন্ডে লুটনকে ৩-১ গোলে হারিয়েছেন ল্যাম্পার্ড। কিন্তু তা দিয়ে তাঁর বিদায় আটকানো গেল না। চেলসির কোচ হিসেবে ল্যাম্পার্ডের সাফল্য গত বছর এফ এ কাপে রানার্স হওয়া। চেলসির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে প্যারিস সাঁজাঁমার বাতিল কোচ জার্মানির টমাস টুচেলকে কোচ করে আনা হচ্ছে। গত বছর প্যারিসের দলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেও এ বছর বেশ কয়েকটি হারই টুচেলের চাকরি খেয়েছে। এখন দেখার চেলসিতে এসে তিনি আবার সাফল্যের মুখ দেখেন কি না।