পাকিস্তানের মাটিতে ১৪ সাল পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার পাকিস্তান ঘরের মাঠে তা হচ্ছে টেস্ট ম্যাচ দিয়ে। ২০০৯ সালে শ্রীলঙ্কা -পাকিস্তান সিরিজে আতঙ্কবাদীদের আক্রমণে সিরিজ ভেস্তে যায়। তারপর বিভিন্ন সীমিত ওভারের খেলা হলেও - টেস্ট ম্যাচ আবার এতো বছর পর।
করোনার কঠোর স্বাস্থ্যবিধি আর হাজার খানেক নিরাপত্তারক্ষীর মাঝে আটকে থেকে ক্রিকেট খেলাটা বেশ কঠিন- এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার চিফ কোচ মার্ক বাউচার।
পুলিশ আর প্যারা মিলিটারি টিম স্টেডিয়ামে, হোটেলে ঘিরে আগলে রেখেছে ক্রিকেটারদের। ফলে মাঠ আর হোটেলের রুম ছাড়া অন্যকিছুই করার সুযোগই নেই। করাচিতে প্রথম টেস্ট শুরু মঙ্গলবারই।
বাউচার নিজে এর আগে পাকিস্তান সফর করে গেছেন, ১৯৯৭, ২০০৩ এবং ২০০৭ সালে। বিশ্বের অন্যতম সফল এই প্রাক্তন উইকেটকিপারটি ১৪৭ টি টেস্টে ৫৫৫ টি শিকার ধরেছেন ( ক্যাচ ও স্টাম্পিং নিয়ে)।
এই সিরিজ দ্বিতীয় টেস্ট খেলে ( রাওয়ালপিন্ডি, ৪-৮ ফেব্রুয়ারি ) দক্ষিণ আফ্রিকার সিনিয়র অধিকাংশ ক্রিকেটার দেশে ফিরে যাবে। সারবে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার প্রস্তুতি। দলের বাকিরা লাহোরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
26th January, 2021 01:06 am