Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
লালকেল্লায় অবশেষে পৌঁছে গেল কৃষকদের মিছিল। শুধু তাই নয়, লালকেল্লায় পৌঁছে কৃষকরা উড়িয়ে দিলেন পতাকা। দিল্লির সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে বিক্ষুব্ধ কৃষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় টিয়ার গ্যাস। অভিযোগ ওঠে পুলিশ নাকি গুলিও চালিয়েছে। তবে এই কথার সত্যতা পাওয়া যায়নি। তবে যেটা জানা গেছে পুলিশের সঙ্গে ধস্তধস্তির সময় ট্রাক্টর উল্টে মারা যান আন্দোলনরত এক কৃষক, মা দাবি করেছেন কৃষকরা। এদিন সকালেও সিঙ্ঘু বর্ডার থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল এসে পৌঁছয়। তারপরও পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনরত কৃষকরা। পালটা লাঠিচার্জ করে পুলিশ। সব মিলিয়ে রীতিমতো উত্তপ্ত রাজধানী দিল্লি। সংঘর্ষ, কাঁদানে গ্যাস, লাঠি চার্জ, কোনও কিছু দিয়েই পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারল না প্রতিবাদী কৃষকদের। তিন সীমানায় সব ব্যারিকেড ভেঙে চুরমার হল মঙ্গলবার। পুলিশের ঘোষিত পথে গেল না হাজার হাজার ট্র্যাক্টর। পথ পাল্টে লালকেল্লায় গিয়ে কৃষকদের মধ্যে থেকে আওয়াজ উঠল ‘অকুপাই দিল্লি’। সকাল ১০টায় নয়ডা মোড়ের চিত্রটা ছিল এমনই। পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি। বিপুল জনতাকে নিয়ন্ত্রণ করা কঠিন। সেই কারণেই দিল্লি পুলিশও পড়ে প্রবল চ্যালেঞ্জের মুখে। আইটিও মোড়ে ১টি বাস দখল করে নেন কৃষকরা। সেখানে কৃষক-পুলিশের মধ্যে শুরু হয় সংঘর্ষ। লাঠি হাতে দু’পক্ষই তেড়ে আসে। কিন্তু বিপুল সংখ্যায় কৃষকদের উপস্থিতি থাকায় পুলিশকে রীতিমতো অসহায় দেখায় দুপুরের এই সংঘর্ষে। দিল্লির সীমানা এলাকায় বেশি পুলিশ মোতায়েন থাকার কারণে দিল্লির অন্দরে পুলিশের আঁটুনি দুর্বল হয়ে পড়ে আর সেকারণে বিনা বাধায় এগিয়ে যেতে থাকে কৃষকরা। আর তারপর লালকেল্লায় পৌঁছে পতাকা উড়িয়ে দিলেন তাঁরা।