যে দলে লিওনেল মেসি খেলে চলেছেন বছরের পর বছর। ফ্যান বেস কয়েক কোটি। সেই দলের দেনা? তাও হাজার কোটি টাকা! বিশ্বাস হয়? কিন্তু এটাই বাস্তব ঘটনা। এটাই সত্যি। এই দলের ওয়েবসাইটে হালে একটি তথ্য প্রকাশিত হয়েছে। অ্যাকাউন্টসের তথ্য। ২০২০ আর্থিক বছরে বার্সেলোনার শেষ কোয়ার্টারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। তাতেই হদিশ মিলেছে এসব তথ্যের।
এমনিতেই করোনা মহামারির কারণে ইউরোপের অন্যান্য ক্লাবের মতো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বার্সেলোনাও। তাদের দেনার পরিমাণটা কত সেটা জানা গেছে ক্লাবের সদ্য প্রকাশিত আর্থিক প্রতিবেদনে। বার্সেলোনার মোট দায়ের পরিমাণ ছাড়িয়েছে বিলিয়ন ইউরো। ১.১৭৩ বিলিয়ন মোট দায়ের মধ্যে শুধু স্বল্পমেয়াদি দায়ের মাত্রায় ৭৫০০ কোটি টাকার মতো (৭৩ কোটি ইউরো)। এই ৭৩ কোটি ইউরোর মধ্যে ২৬.৫ কোটি ইউরো দেনা হয়েছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন দায়বদ্ধ ও বিনিময়যোগ্য সিকিউরিটি বাবদ। খেলোয়াড় কেনা বাবদ ১৬ কোটি ইউরো আর অন্যান্য ধারদেনা ৩০ কোটি ইউরো।
এত দেনা বার্সেলোনা পরিশোধ করবে কিভাবে?
বড় ভরসা দর্শক -সমর্থকরা। বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি তাই অপেক্ষায় আছে গ্যালারিতে দর্শক ফেরার জন্য । আগামী ফেব্রুয়ারিতে ন্যু ক্যাম্পের মোট আসন সংখ্যার ২৫ শতাংশ এবং মে মাসে ৫০ শতাংশ দর্শককে গ্যালারিতে খেলা দেখার সুযোগ করে দেয়ার পরিকল্পনা আছে বার্সা ম্যানেজমেন্টের । এতে আয় হবে প্রায় ৫৬ মিলিয়ন ইউরো।
তাতেও দায়মুক্তি হবে না তাঁদের। বার্সেলোনার অর্থ বিভাগ তাই হেঁটেছে ভিন্ন পথে। অর্থ পরিশোধের জন্য জুন পর্যন্ত পাওনাদারদের কাছে সময় চাইবে তাঁরা। ইতিমধ্যে দেনাদাররা পাওনা অর্থের জন্য নিয়মিত তাগাদা দিচ্ছে।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বার্সেলোনার প্রাপ্য ৫ কোটি ৩০ লাখ ইউরো। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় বকেয়া পরিশোধে জন্য বাড়তি সময় নিচ্ছে। আর্থিক টানাপোড়নের কারণে পছন্দের খেলোয়াড় কিনতে পারেছ না বার্সেলোনা। কাতালান ক্লাবটি অপেক্ষায় পছন্দের খেলোয়াড়দের চুক্তি প্রায় শেষের দিকে । আগামী জুনেই চুক্তি শেষ হবে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার এরিক গার্সিয়া, লিভারপুলের ডাচ মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডম ও অলিম্পিক লিঁওর ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাইয়ের। এই তিন ফুটবলারই টার্গেট বার্সার। আগামী মরসুমে ফ্রি ট্রান্সফারের নিয়মে এঁদের দলে নেওয়ার পরিকল্পনা বার্সেলোনার।
27th January, 2021 09:12 am
মেসি-পেদ্রোদের বার্সার এমন আর্থিক বিপর্যয়! ছবিঃসৌ-টুইটার।