Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রজাতন্ত্র দিবসে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ। মঙ্গলবার দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের দিন পুলিশের ব্যারিকেড ভেঙে কৃষকরা ট্রাক্টর র্যালি নিয়ে মধ্য দিল্লির দিকে এগোচ্ছিল। সেই সময় পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে কৃষকদের ধস্তাধস্তি হয়। দিল্লি পুলিশের তরফে বলা হয়, কৃষকরা নির্ধারিত রাস্তা দিয়ে না গিয়ে ভুল রাস্তা দিয়ে যাচ্ছে, যে কারণে তাঁদের বাধা দিতে গেলে কৃষকদের সঙ্গে পুলিশদের বচসা শুরু হয়। বলপূর্বক কৃষকরা ট্রাক্টর দিয়ে ব্যারিকেড ভেঙে দিল্লির দিকে এগোতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশবাহিনী কৃষকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। লাঠিচার্জ করা হয়। পাল্টা হামলা চালায় কৃষকরাও। যার ফলে জখম হন প্রায় ১০০ জন পুলিশ। মৃত্যু হয় এক কৃষকের। এই বিক্ষোভের কারণে কৃষকদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৫টি'র বেশি মামলা দায়ের হয়েছে। এই ঘটনার পর দিল্লিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।