Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। যাকে সামাল দিতে দিল্লির সর্বত্র নিরাপত্তা ব্যবস্থার ওপর জোড় দেওয়া হয়েছে। কিন্তু এই সব কিছুর সঙ্গে জড়িয়েছে দীপ সিধুর নাম। পঞ্জাবী অভিনেতা এবং গায়ক, দীপ সিধু বিজেপি মহলে পরিচিত মুখ বলে জানা গেছে। তিনি মঙ্গলবার দিল্লিতে কৃষকদের বেপথে চালিত করেছিলেন বলে অভিযোগ উঠেছে। যদিও দীপের বক্তব্য, তিনি আন্দোলনে যোগ দিলেও উস্কানিমূলক কিছু করেননি। তিনি ফেসবুকে নিজের একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তাঁকে বলতে শোনা গেছে, তাঁর একার পক্ষে কখনই শতাধিক কৃষকদের উত্ত্যজিৎ করা সম্ভব নয়। তাঁর যুক্তি, কৃষকদের দাবি না মেনে তাঁদের দীর্ঘ দিন ধরে আন্দোলন করতে বাধ্য করা হয়েছে, যে কারণে কৃষকরা ক্রোধের বশে এই আন্দোলন করে। কৃষকদের সমর্থন করতেই এই আন্দোলনে যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু কোনো ভাবেই কৃষকদের উস্কাননি তিনি। যদিও বিজেপি যোগ আছে বলে তাঁর এই স্বীকারোক্তির পরেও দীপ সিধুর ব্যাপারে যথেষ্টই ক্ষিপ্ত কৃষকরা। কৃষক আন্দোলনে যোগ দিচ্ছেন জেনে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন বিজেপি সাংসদ সানি দেওল। তিনি ট্যুইট করে সে বিষয়ে জানিয়ে দিয়েছেন।