Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
' বাহুবলী ' ছবি খ্যাত পরিচালক এস এস রাজামৌলির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিখ্যাত বলি-প্রযোজক বনি কাপুর। সম্প্রতি,রাজমৌলির নেওয়া একটি সিদ্ধান্তকে সরাসরি অনৈতিক বললেন বনি! আসুন,জানা যাক গোটা বিষয়টা। সদ্য নিজের পরবর্তী ছবি ' আর আর আর ' এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন রাজামৌলি। চলতি বছর দশেরা উপলক্ষে ১৩ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। আর তাতেই চটেছেন বনি। কারণ অন্তত মাস ছয়েক আগে থেকে ওই দিনেই তাঁর প্রযোজিত ও অজয় দেবগন অভিনীত ছবি ' ময়দান ' যে মুক্তি পাবে সেকথা ঘোষণা করেছিলেন বনি। প্রসঙ্গত, রাজামৌলি পরিচালিত ' আর আর আর ' ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয়।
এ বিষয়ে বনি কাপুর ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন,' অজয় দেবগন জানতেন ময়দান ছবিটি চলতি বছরের দশেরা উপলক্ষেই মুক্তি পাবে। তাই রাজমৌলির কাছে তিনি একাধিকবার প্রস্তাব রেখেছিলেন ' আর আর আর ' এর মুক্তির তারিখ ঘোষণা করার আগে যেন রাজামৌলি যেন বনির সঙ্গে একটু আলোচনা করে নেন। তবে বলাই বাহুল্য রাজামৌলি সেকথায় বিন্দুমাত্র কর্ণপাত করেননি। স্বাভাবিকভাবেই বনি এইমুহূর্তে ভীষণ,ভীষণ রেগে রয়েছেন!' গোটা ঘটনার প্রসঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে ক্ষুব্ধ বনি বলেন,' আমার ভীষণভাবে খারাপ লেগেছে। এটা যারপরনাই অনৈতিক কাজ। ময়দান এর মুক্তির তারিখ যখন এত মাস আগেই ঘোষণা করেছিলাম,তারপরেও কেউ কিভাবে এই কাজ করতে পারে ? বিশেষ করে বর্তমান সময়ে যেখানে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবার যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে একে অন্যকে সুযোগ দেওয়া উচিত, সেখানে রাজামৌলি এই কান্ড করছে!'