Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ফের অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। গতকাল মঙ্গলবার রাত থেকেই ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অসুস্থ বোধ করতে থাকেন। আজ বুধবার সকালে অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তাঁর পরিবারের তরফে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁদের পরামর্শ অনুযায়ী বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে গ্রিন করিডোর করে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজন ডাক্তারদের নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। তাঁরাই তাঁর সব শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন হাসপাতালে গাড়ি থেকে নেমে নিজে হঁটেই হাসপাতালের এমারজেন্সিতে ঢোকেন সৌরভ। তাঁর সঙ্গে হাসপাতালে এসেছেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। হাসপাতালে আসার পরেই তাঁর ইসিজি সহ বেশ কিছু রক্ত পরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কিছু দিন আগেই হঠাৎই বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়। সেই সময় তাঁর হার্টে একটি স্টেন্ট বসানো হয়। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসকদের তত্বাবধানে বাড়িতেই ছিলেন। কিন্তু হঠাৎই এদিন অসুস্থ বোধ করায় তাঁকে ফের আরেক বার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহারাজের বুকে স্টেন্ট বসানোর পর তাঁর দাদা স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়ের শারীরিক চেক আপ করানো হয়। সেই সময় তাঁর হার্টেও ব্লকেজ ধরা পড়ে। তারপর তাঁর শরীরেও স্টেন্ট বসানো হয়।