Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সদ্য মুক্তি পেয়েছে বিদ্যুৎ জামওয়ালের পরবর্তী ছবি ' সনক ' এর টিজার ট্রেলার। জমজমাট এই একশনের ছবির এই পোস্টার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ছবির টিজার ট্রেলারে রক্ত,বন্দুক,আলো আঁধারি ও বন্দুকের ককটেল রহস্যের পাশাপাশি ইঙ্গিত দিচ্ছে ছবিতে থাকা জমজমাট একশনেরও। সম্প্রতি,প্রকাশিত হওয়া একটি রিপোর্টে জানা গেল ২০০২ সালে মুক্তি পাওয়া বিখ্যাত হলিউড ছবি ' জন কিউ ' এর হিন্দি রিমেক এই ছবি। ' জন কিউ '-তে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অস্কারজয়ী প্রখ্যাত অভিনেতা ড্যানজেল ওয়াশিংটন। ' সনক '-এ ড্যানজেলের ভূমিকাতেই দেখা যাবে বিদ্যুতকে।নিক ক্যাসাভেটস পরিচালিত ' জন কিউ ' এর ছবিতে দেখা গেছিল জন কিউ অর্চিবল্ড ( ড্যানজেল ) তাঁর স্ত্রী ও নয় বছরের ছোট্ট ছেলে মাইকেলকে নিয়ে থাকে।একদিন ডাক্তারি রিপোর্টে প্রকাশ পায় হার্টের এক দুরারোগ্য রোগে আক্রান্ত ছোট্ট মাইকেল। তাঁকে বাঁচাতে হলে দ্রুত হার্ট ট্র্যান্সপ্ল্যান্ট করাতে হবে। এদিকে জন কিউয়ের কাছে এতটাও টাকা নেই যার দ্বারা সেই নিজের ছেলের অপারেশনের খরচ চালাতে পারে। শেষপর্যন্ত উপায় না পেয়ে স্রেফ ছোট্ট মাইকেলকে বাঁচানোর উদ্দেশ্যে জন হসপিটালের এমার্জেন্সি রুমে থাকা ব্যক্তিদের ' হোস্টেজ ' হিসেবে আটক করে নেয়। এইভাবেই এগোয় টানটান গল্প।
উল্লেখ্য, মুম্বইতে কনিষ্ক বর্মার পরিচালনায় জোরকদমে শুরু হয়ে গেছে ' সনক ' এর শ্যুটিং। সবকিছু ঠিকঠাক চললে আগামী মার্চ মাসের মধ্যেই শেষ করে ফেলা যাবে ছবির গোটা শ্যুট। ‘ সনক ‘ এ বিদ্যুৎ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চন্দন রায় সান্যাল,নেহা ধুপিয়া এবং বিখ্যাত বাঙালি অভিনেত্রী রুক্মিণী মৈত্র-কে ।