Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে গোল করার পর ইকের গুন্ডোগানকে নিয়ে ম্যান সিটি ফুটবলারদের উচ্ছ্বাস। মঙ্গলবার রাতে।
ওয়েস্ট ব্রমকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে আবার ইংলিশ প্রিমিয়ার লিগের এক নম্বরে পৌছে গেল ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার রাতে পেপ গুয়েরদিওলার দল আ্যাওয়ে ম্যাচে বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায়। এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এখন আবার এক নম্বরে চলে গেল। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট হল ৪১। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পয়েন্ট ১৯ ম্যাচে ৪০। তিন নম্বরে আছে লেস্টারশায়ার। তাদের পয়েন্ট ১৯ ম্যাচ খেলে ৩৮। আর গত বারের চ্যাম্পিয়ন লিভারপুল এখন উনিশ ম্যাচে ৩৪।
ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে ম্যান সিটিকে ৬ মিনিটের মধ্যে এগিয়ে দেন ইকে গুন্ডোগান। কুড়ি মিনিটে জোয়াও ক্যানসেলো ২-০ করে ফেলেন। ৩০ মিনিটে আবার গোল করে সিটিকে ৩-০ এগিয়ে দেন গুন্ডোগান। বিরতির ঠিক আগে ৪-০ করেন রিয়াধ মহারাজ। আর ৫৭ মিনিটে রহিম স্টার্লিং গোল করলে ম্যান সিটি ৫-০ গোলে ম্যাচ জিতে যায়।