Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
২০২১-র জন্য আই পি এল-এর ক্রিকেটারদের নিলাম হবে চেন্নাইয়ে ১৮ ফেব্রূয়ারি। বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে এই খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই আই পি এল-এর আট ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেয়ারদের রিটেনশন পর্ব শেষ করেছে। যে সব ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো ছেড়ে দিয়েছে তাদের সঙ্গে নতুন যারা আই পি এল-এ খেলতে চান তাদের জন্যও দরজা খোলা রাখা হয়েছে। ৫ ফেব্রূয়ারির মধ্যে তাদের অন লাইনে আবেদন করতে হবে। আবেদনের হার্ড কপি পাঠানো যাবে ১২ ফেব্রূয়ারি পর্যন্ত। বেশির ভাগ ফ্রাঞ্চাইজির হাতে যা টাকা আছে তা দিয়ে ভাল মানের প্লেয়ার কেনা সম্ভব। তবে কেকেআর আর সানরাইজার্স হায়দরাবাদের হাতে আছে ১০.৭৮ কোটির মতো। হায়দরাবাদের সুবিধা তারা বেশিরভাগ প্লেয়ারকেই রেখে দিয়েছে। তাই তারা ভাল মানের প্লেয়ার নিতে পারবে। কেকেআর-এর সেই সুবিধে নেই। এ বছরের এপ্রিল-মে মাসে আই পি এল ভারতেই হবে বলে মনে করা হচ্ছে।