Written By অনিরুদ্ধ সরকার
মেদিনীপুরের আনন্দ চৌধুরীর BGM-134 ১০৮ বছরের পুরনো Gebruder Stoewer
শহর কলকাতার বুকে এই প্রথম হেরিটেজ কারে হেরিটেজ ট্যুর। আজ থেকে শুরু হচ্ছে ভ্যালেন্টাইন উইক। আর সেই উইকে ভালোবাসার মানুষজনদের সঙ্গে নিয়ে ভিন্টেজ কারে চড়ে বেরিয়ে পড়লেন হেরিটেজপ্রিয় একদল মানুষ। ভিন্টেজ কারে চড়ে মনের মানুষদের সঙ্গে নিয়ে তারা ঘুরলেন নেতাজীর বাড়ি হয়ে বিদ্যাসাগরের বাড়ি হয়ে বিবেকানন্দের বাড়ি হয়ে শহরের একের পর এক ঐতিহ্যবাহী ইমারৎ। শতাব্দীপ্রাচীন ক্যালকাটা ক্লাব থেকে এই রবিবার শীতের সকালে শুরু হয় এই হেরিটেজ ট্যুর। অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইণ্ডিয়া আয়োজিত ঐতিহ্যবাহী বিরল ইণ্ডিয়ান এবং বিদেশি Left Hand Jeep সহ একাধিক প্রাচীন বাইক ও গাড়ি রবিবারের সকালে শহরের বুকে হেরিটেজ ট্যুরে সামিল হল। গাড়িগুলির মধ্যে বেশির ভাগ গাড়িই সেঞ্চুরি পার করেছে , তো কার গাড়ি সেঞ্চুরির দরজায়। হেরিটেজ গাড়িতে চড়ে যেমন প্রবীনরা ভ্যালেন্টাইন সপ্তাহ মানালেন তেমনি অনেক নতুন প্রজন্মের ছেলেমেয়েও এই র্যালিতে অংশ নেন। হেরিটেজ কারের পাশাপাশি এদিনের সফরে ছিল বেশ প্রাচীন কিছু মোটরবাইকও। যার মধ্যে এরকম বাইকও রয়েছে যেটি বিশ্বযুদ্ধের সময় সেনার বিমান থেকে ফেলে দেওয়া হত তারপর সেটি নিয়ে চালতেন সেনারা। বাইকগুলি ছিল এতটাই মজবুত। এদিনের ট্যুরে অংশ নেয় ১৯২২ সালের : 12/4 Tourer, ৯৯ বছরের পুরানো Austin, 1913: ১০৮ বছরের পুরনো Gebruder Stoewer, 1923:Panther Sloper, 1928:Auburn 6-80, 1928:Model A Ford,1928 Studebaker President 8 State Limousine. Only 1 of its kind in India,Morris 8, Rolls-Royce Phantom III, Mercedes-Benz 260 Stuttgart, Wolseley, James Villiers, Austin, Triumph Tiger, Morris Minor, Austin A40 Somerset, Lambretta (Italy), Dodge Kingsway, HM Ambassador, সহ মোট ৮০টি ভিন্টেজ গাড়ি। এছাড়া ১৫টি ভিন্টেজ বাইক অংশ নেয় এই র্যালিতে। এই ঐতিহ্যবাহী গাড়িগুলির মধ্যে পশ্চিমবাংলার বিভিন্ন রাজবাড়ির গাড়িও অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মদন মিত্র । তিনি নিজে একটি পুরনো স্কুটার চালিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ অবধি তিনি থাকেন এবং সমস্ত বিষয়টি তদারকি করেন।