Written By অনিরুদ্ধ সরকার
২০১৭ সালে নন্দন চত্বরে পায়রা উড়িয়ে পদযাত্রার মধ্যে দিয়ে কবিতা উৎসবের সূচনা হয়েছিল। দেখতে দেখতে পার হয়ে গেছে অনেকটা সময়। মনে হয় এই তো সেদিন হল। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে’র দিন নন্দন চত্বরে মুক্তমঞ্চে হয়ে গেল কবিতা আকাদেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কবিতা উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি সুবোধ সরকার, প্রণতি ঠাকুর সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। মনে পড়ে এই তো সেবার রবীন্দ্রসদনে প্রদীপ জ্বালিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। দেখতে দেখতে পার হয়ে গেছে তিন-চারটে বছর। এর মাঝে করোনা স্তব্ধ করে দিয়েছে প্রায় একটা বছর। কিন্তু থেমে নেই সাহিত্য। থেমে নেই কবিতা। কবিদের বিরাম নেই তাঁরা আশার কথা শুনিয়ে গেছেন নিয়মিত .........বলে গেছেন না থেমে এগিয়ে যাওয়ার কথা...। প্রতিবছরই পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি কবিতা উৎসবের আয়োজন করে। বছরের বিভিন্ন সময় কবিতা আকাদেমির পক্ষ থেকে কবিতা বিষয়ক নানা অনুষ্ঠানের আয়োজন। চারদিনব্যাপী এই কবিতা উৎসবের দিকে নজর থাকে সারা রাজ্যের কবিদের। কবিতা আকাদেমির সভাপতি কবি সুবোধ সরকার এবছরের কবিতা উৎসব নিয়েও আশাবাদী ছিলেন। অন্যন্য বছরের মত এবছরও কবিতা উৎসব উপলক্ষে সেজে ওঠে নন্দন চত্বর। তবে এবার কবিতা উৎসব হল ১ দিনের জন্য। একদিন হলে কি হবে করোনাকে উপেক্ষা করে এই উৎসবে হাজির হন কবি ও আবৃত্তি শিল্পীরা। রবিবার বিকেল ৫টা নাগাদ উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। এর আগেও এই অনুষ্ঠান ঘিরে বসেছে চাঁদের হাট। উপস্থিত থেকেছেন শিল্পী যোগেন চৌধুরী, গায়ক ইন্দ্রনীল সেন সহ বিভিন্ন ক্ষেত্রের একাধিক দিকপাল ব্যক্তিত্ব। প্রতিবছরের মতো এবছরও কয়েকজন পেলেন স্মারক পুরস্কার ও সাম্মানিক অর্থ। ২০২১ জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কারে ভূষিত হলেন বর্ষীয়ান কবি কৃষ্ণা বসু । কাজী সব্যসাচী সম্মান পেলেন কবি অশোক পালিত। আবৃত্তি শিল্পে বিশেষ মুন্সিয়ানার জন্য আবুল কাশেম রহিমউদ্দীন সম্মানে সম্মানিত হলেন শিল্পী নিবেদিতা নাগ তহবিলদার। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন কবি রূপক চক্রবর্তী। বিনয় মজুমদার পুরস্কার পেলেন কবি বিভাস রায় চৌধুরী , সুভাষ মুখোপাধ্যায় পুরস্কার পেলেন রাহুল পুরকায়স্থ। আর নীলাদ্রিশেখর বসু সম্মান পেলেন কবি বাসুদেব নন্দী। এর আগে ২০২০ সালে জীবনানন্দ দাশ স্মৃতি পুরস্কারে ভূষিত হন বর্ষীয়ান কবি প্রণবকুমার মুখোপাধ্যায়। আবৃত্তিশিল্পে বিশেষ মুন্সিয়ানার জন্য সম্মানিত হন বর্ষীয়ান শিল্পী শুভ্রা বসু। পুরস্কৃত হন মেধা বন্দ্যোপাধ্যায় ও প্রণামী বসাক। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কার পান কবি শ্রীজাত। বিনয় মজুমদার পুরস্কার পান বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং সুভাষ মুখোপাধ্যায় পুরস্কার পান সমর রায় চৌধুরী।
22nd April, 2021 09:51 pm
22nd April, 2021 07:31 pm
22nd April, 2021 06:50 pm
22nd April, 2021 05:49 pm