শাহরুখ খান। নামটির সঙ্গে তাঁর যোগাযোগ রূপোলী পর্দায় সফল জুটির তকমায়। তাই শাহরুখ খানকে কিনে এতো উচ্ছসিত ছিলেন প্রীতি জিনটা! পঞ্জাব কিংস ( নতুন নাম) দলের মালকিন প্রীতি কিনলেন ক্রিকেটার শাহরুখকে। তাঁর দলের টেবলের ডানদিকের টেবলে ছিল কিং খানের টিম কেকেআর। রসিক জিনটা টোল পরা গালে হাসি ছড়িয়ে বারবার কেকেআর টেবলের দিকে দেখছিলেন আর জয়ের হাসি হাসছিলেন। বীর কে যেন কিনে নিয়েছেন জারা! বীরজারা সিনেমায় শাহরুখ -প্রীতি জুটি অভিনয়ে মজিয়ে দিয়েছিল।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে যাদুগর হয়ে উঠেছিলেন তামিলনাড়ুর ব্যাটসম্যান শাহরুখ খান। আর তাঁকে দলে পেতে চলে দর কষাকষি । শেষমেষ ৫.২৫ কোটি টাকাতে তাঁকে নেয় পঞ্জাব কিংস। পাঁচ কোটিতে দল পাওয়া এই ক্রিকেটার এখন ক্রিস গেইল আর প্রীতি জিনটার সঙ্গে দেখা করার অপেক্ষায়।
কে এই ক্রিকেটার ' শাহরুখ '?
পুরো নাম মাসুদ শাহরুখ খান। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার নিজেই জানিয়েছেন, বলিউড কিং খান শাহরুখের নাম থেকেই রাখা হয় তাঁর নাম। ওঁর মেসো নাকি শাহরুখ খানের অন্ধ ভক্ত। তিনিই বলেছিলেন ছেলের নাম যেন শাহরুখ খান রাখা হয়।
মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে চ্যাম্পিয়ন তামিল নাড়ু দল ব্যস্ত এখন বিজয় হাজারে ট্রফির খেলাতে । আইপিএল নিলামের দিন রাজ্য দলের হয়ে অনুশীলন শেষে হোটেলে ফিরছিলেন। পথেই মোবাইলে সতীর্থদের মতো তিনিও দেখছিলেন ক্রিকেটার কেনা বেচা। ছিলেন বাসের সামনের দিকে। অনুশীলন সেরে হোটেলে ফিরছিল দল। ঘোষণা মিলতেই সকলে চিৎকার করে উঠেন। অধিনায়ক দীনেশ কার্তিক ও সব সতীর্থরা ওঁকে অভিনন্দন জানায়। সেই অবিশ্বাস্য অনুভূতি ভিডিওটি ভাইরাল হয়েছিল।
এই ক্রিকেটার কি আশা করেছিলেন?
" মনে হচ্ছিল আমি দল পেতে পারি। কিন্তু এত টাকা দর উঠবে - এটা ভাবিনি।"
সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে দলের জয়ে ৭ বলে ১৮ করে অপরাজিত ছিলেন শাহরুখ। কোয়ার্টার ফাইনালে হিমাচল প্রদেশের বিপক্ষে সাত নম্বরে ব্যাট করতে নেমে করেন ১৯ বলে ৪০ রান। খুব বড় ইনিংস না হলেও ওই সময় তাঁর ব্যাটিং চোখে পড়ে। বড় শট খেলতে পারেন। প্রথম বল থেকেই চালিয়ে খেলতে পারেন।
শাহরুখও জানিয়েছেন, রাজ্য দলের হয়ে ঘরোয়া এসব পারফরম্যান্সই তাঁকে সুযোগ করে দিয়েছে। কেকেআরের গতবারের অধিনায়কের দীনেশ কার্তিকের নেতৃত্বে খেলছে এখন তিনি তামিলনাড়ুর হয়ে। শনিবার ৩৬ বলে চটকদার ৫৫ রানও করলেন।
পঞ্জাব দলে শাহরুখ সতীর্থরূপে পাবেন বেশ কয়েকজন বড় ক্রিকেট তারকাকে। কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল আছেন। কোচ হিসেবে তিনি পেতে অনিল কুম্বলেকে। বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টির চ্যাম্পিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলও আছেন। শাহরুখের নজর গেইলের দিকেই। বলেছেন, 'লোকেশ রাহুলের সঙ্গে পরিচয় আছে, দেখাও হয়েছে কয়েকবার। আমি ক্রিস গেইলের সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে আছি। কী জোরে বল মারেন ! কোনও বোলারকে তোয়াক্কাই করেননা। ক্রিস গেইল, রাহুলদের সঙ্গে ড্রেসিংরুম কাটানোর সুযোগ পাব ভাবতেই দারুণ লাগছে।
ক্রিকেটার আর কোচ অনিল কুম্বলে স্যারকে নিলামে দেখলাম বসে ছিলেন। উনিও নিশ্চয়ই আমাকে দলে চেয়েছেন। ওঁনার সঙ্গেও দেখা করার অপেক্ষায় আছি। অনেক কিছু শেখার সুযোগ পাবো । পঞ্জাবকে ধন্যবাদ আমার উপর আস্থা রেখে শেষপর্যন্ত দলে নেওয়ায়।’
পঞ্জাবের মালকিন বলিউড তারকা প্রীতি জিনটা শাহরুখকে নিলামে জিতে দারুণ মজার ভঙ্গিতে তা উপভোগও করেন। এই প্রীতির সঙ্গে আলাপ করতেও যেন তর সইছে না শাহরুখের, ‘সিনেমায় দেখেছি, প্রীতি জিনতা ম্যামকে এবার সামনা সামনি দেখা হবে। সব কিছুর জন্য মুখিয়ে আছি।'
20th February, 2021 10:15 pm
তামিলনাড়ুর মারকুটে ব্যাটসম্যান শাহরুখ খান। ছবিঃসৌ-টুইটার।