Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
আগামী ২৪ ফেব্রুয়ারি বিখ্যাত বলি-পরিচালক সঞ্জয় লীলা বনশালির জন্মদিন। ওই দিনেই মুক্তি পেতে চলেছে বনশালির পরবর্তী ছবি ' গঙ্গুবাঈ কাথিয়াওয়ারি '-র প্রথম টিজার। বলা ভালো ওই দিনে ছবির টিজার মুক্তির পরিকল্পনা কিন্তু বনশালির টিমের। এই পরিকল্পনায় মোটেই সে ছিল না এই প্রখ্যাত পতিচালকের। নিজের সিদ্ধান্তের পিছনে বনশালির যুক্তি ছিল যে, এখনও ' গঙ্গুবাঈ ' এর মুক্তির তারিখ ঘোষণা হয়নি। ছবিটি মুক্তি পেতেও এখনও যথেষ্ট দেরি। তাই এত আগে ছবির টিজার প্রকাশ্যে আনাটা একটু হালকা মেজাজের হয়ে যাবে। সঙ্গে ঝুঁকিরও হয়ে যাবে। তবে এসব যুক্তি কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়েছে বনশালির প্রোডাকশন এবং গোটা ইউনিট। তাঁদের মতে, বনশালির জন্মদিনটিকে এর থেকে ভালো করে আর সেলিব্রেট করা যাবে না, তাই ঐদিনেই প্রকাশ করতে হবে ' গঙ্গুবাঈ ' এর টিজার। অগত্যা, টিমের এই জেড ও আব্দারের কাছে হার স্বীকার করে সায় দিয়েছেন এই প্রখ্যাত পরিচালক।
জানা গেছে, ' গঙ্গুবাঈ ' এ কি দেখতে চলেছেন দর্শকের দল তার আঁচ পুরোপুরি এই টিজারে পাবেন তাঁরা। অন্যদিকে,বলিপাড়ায় জোর ফিসফাস ' গঙ্গুবাঈ ' নাকি বনশালির অন্যতম সেরা কাজ হতে চলেছে। আলিয়াও নাকি এখনও পর্যন্ত নিজের ফিল্মি কেরিয়ারের সেরা পারফরমেন্সটি এই ছবিতেই দিয়েছেন।