২৫ গজ থেকে জোরালো শট নিলেন গোল লক্ষ্য করে। গোলরক্ষক ডানদিকে শরীর ছুঁড়ে গোল বাঁচালেন। বল গড়িয়ে চলে গেল ডানদিকে গোল লাইনের দিকে। জুভেন্টাসের সতীর্থ সেই বল বাঁ পায়ে ভাসিয়ে দিলেন ৬ গজের গোল বক্সে। যেন জানাই ছিল -চোখের নিমেষেই তিনি চলে আসবেন সেখানে। এলেনও। তারপর একটা স্পট জাম্পে বাজপাখীর মতো ছোঁ মেরে হেড করলেন সকলের মাথা টপকে। বল গোলরক্ষকের ডানদিক দিয়ে জালে জড়িয়ে গেল। গো...ও....ল।
সিআর সেভেন! আবার নায়ক। সোমবার সিরি এ লিগ ম্যাচে ৩-০ গোলে হারিয়ে দিল এফ সি ক্রোটোনাকে। তিনি করলেন ২টি গোল। আর অন্যটি করলেন-ম্যাক কেনি। লিগের পয়েন্ট টেবলে তৃতীয় স্থানে উঠে এল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিম। এখনও জুভেন্টাসের একটি ম্যাচ বাকি। এক নম্বরে থাকা ইন্টারের সঙ্গে তাঁর দলের পয়েন্টের ফাঁরাক -৮।
দল জিতেছে। কিন্তু মন জিতেছেন রোনাল্ডো। তিনি এখন গোল করলেই রেকর্ড আর রেকর্ড। যেমন এই ম্যাচে দুটি গোল করার পর ফুটবলের পরিসংখ্যানবিদরা যা যা জানালেন- সেসব সংক্ষেপে পরপর সাজিয়ে দেওয়া যাক।
** তিনিই বিশ্ব ফুটবলে প্রথম ফুটবলার যিনি যে কোনও টুর্নামেন্টে খেলেই টানা ১৪ টি মরশুম ২৫টির বেশি করে ফেললেন!
** জুভেন্টাসের হয়ে সিরি এ তে খেলতে খেলতে ৮৩ টি ম্যাচ খেলে ফেললেন। তাতে ৭০ টি গোল করলেন! আর গোল করালেন-১৮ টি। গোল করে দলকে জেতালেন-২৪ টি ম্যাচে।
** একটি মরশুমে তিনি সবচেয়ে বেশি করেছিলেন -৬১টি ( ২০১৪-১৫)। আর একবার ৬০ গোল করেছিলেন ( ২০১১-১২)।
** এই মুহূর্তে সিআরসেভেন সিরি এ লিগে শীর্ষ গোলদাতা। তাঁর সংগ্রহ-১৯ টি ম্যাচে ১৮টি গোল । তাঁর পরই আছেন - ২২ ম্যাচে খেলা রোমেলু লুকাকু (১৭)।
** এই ম্যাচের ৮ মিনিটের মধ্যেই তাঁর হেডে করা দুটি গোল-তাঁকে হেডে গোল করার সংখ্যা ১৩৩ তে নিয়ে গেল।
** তাঁর ৯০ টি গোল জুভেন্টাসের ইতিহাসে পয়লা নম্বরে বসালো! ১৫ তম ফুটবলার যিনি সবচেয়ে বেশি গোল করার দৌড়ে পিছনে ফেললেন প্রাক্তন ক্লাব তারকা ফিলিপ্পো ইনজাঘিকে। এবং তা আবার ৪৮ ম্যাচ কম খেলে।
** সিআরসেভেন সিরি এ লিগে খেলার আগে বিশ্ব ফুটবলপ্রেমীদের এই লিগ নিয়ে কোনও আগ্রহ ছিল না। এখন তা অসীম। কেন? কারন জুভেন্টাসের এই মহাতারকা। এই ম্যাচের পর তিনি হলেন প্রথম ফুটবলার যিনি এই লিগে সবচেয়ে কম ম্যাচে ৭০ টি গোল করে ফেললেন। শুধু কী তাই-এই লিগে খেলা সব দলের বিপক্ষে তাঁর গোল হয়ে গেল।
আর ১০ টি গোল চাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর- তাহলেন জুভেন্টাসের হয়ে গোলের সেঞ্চুরি করবেন। আর যদি ৬ টি ম্যাচে হয়-তাহলে তিনি হবেন সেই ফুটবলার যিনি সবচেয়ে কম ম্যাচে ১০০ গোলের গন্ডি টপকাবেন।
কামঅন রোনাল্ডো। গোল মেশিন সিআরসেভেন।
23rd February, 2021 08:26 am
গোলমেশিন সিআরসেভেন। ছবিঃ সৌ-টুইটার।