Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
রাজ্য সরকার আরো বেশি পরিমাণ কৃষি জমিকে সেচ ব্যবস্থার আওতায় আনতে দীর্ঘদিনের পুরনো এবং জীর্ণ বাঁধ গুলিকে সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই প্রস্তাব গৃহীত হয়েছে বলে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন বিশ্বব্যাঙ্কের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ করা হবে। ৩৪৫ কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাঙ্ক ৭০ শতাংশ অর্থ দেবে। বাকিটা রাজ্য সরকার বহন করবে। এই প্রকল্পে কংসাবতী, শিলাবতী, মেসেঞ্জর, তিলপাড়া, মশানজোড়ের মত বাঁধ গুলিকে সংস্কার করা হবে। এর ফলে বর্ধমান, বীরভূম সহ সংশ্লিষ্ট জেলা গুলির ৪.৭ লক্ষ একর জমি এবং ২৭ লক্ষ মানুষ উপকৃত হবেন। আগামী ৪ বছরের মধ্যেই এই কাজ শেষ হবে বলে তিনি জানিয়েছেন।