Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
প্রায় ১ঘন্টা ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ সেরে দুপুর ১টা ১০ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেড়িয়ে গেল সিবিআইয়ের তদন্তকারী দল। এর আগে কয়লা পাচারকাণ্ডে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদের জন্য সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ শান্তিনিকেতন ভবনে পৌঁছন ৯ সদস্যের সিবিআই আধিকারিকরদের দল। তার আগেই এদিন নবান্নে যাওয়ার পথে অভিষেকের বাড়িতে দেখা করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা ২০মিনিট নাগাদ অভিষেকের বাড়িতে প্রবেশ করেন তিনি। সেখানে সাত- আট মিনিট থেকে কথা বলেই বেড়িয়ে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে নিয়ে যান অভিষেকের মেয়েকে।
উল্লেখ্য, রবিবার দুপুরে সিবিআইয়ের তরফে কয়লা কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়। সেই নোটিশের প্রেক্ষিতে রুজিরা মঙ্গলবার তাঁদের সঙ্গে দেখা করবেন বলে সোমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানান। সেই মতো মঙ্গলবার সকাল ১১টা বেজে ৩৫ মিনিট নাগাদ হরিশ মুখার্জি রোডে তাঁদের বাড়ি ‘শান্তিনিকেতন’-এ পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। রুজিরা তাঁদের তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করছেন বলে জানা গিয়েছে।
এদিন রুজিরাকে জেরা করতে আইনজীবী, সিবিআই আধিকারিক উমেশ কুমার সহ মোট ৯ জন আধিকারিক এসেছেন। এর মধ্যে আইনি উপদেষ্টা অর্থাৎ লিগ্যাল অ্যাডভাইসরি টিমের ৩ জন আইনজীবী রয়েছেন। তাঁদের মধ্যে ২ জন দিল্লির এবং ১ জন কলকাতার বলে জানা গিয়েছে। অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট পদমর্যাদার ৬ জন অফিসার ও ২ জন মহিলা অফিসার রয়েছেন। রুজিরার এদিনের বয়ানের ভিডিয়ো রেকর্ডিং করা হবে বলেও সূত্রের খবর। এরই মধ্যে সোমবার অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকেও এই কয়লা কাণ্ড নিয়ে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এরপর রুজিরা এবং মেনকাকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সিবিআই সূত্রের খবর।