Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
সদ্য ' বচ্চন পান্ডে '-র শ্যুটিংয়ে যোগ দিয়েছেন বলি-অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। গত মাস থেকেই রাজস্থানের জয়সলমীরে জোরকদমে চলছে এই অ্যাকশন ছবির শ্যুটিং। মুখ্যভূমিকায় রয়েছেন অক্ষয়কুমার এবং তাঁর বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন কৃতি শ্যানন। তাহলে জ্যাকলিনের ভূমিকাটি ঠিক কী এই ছবিতে ? শ্যুটিং ইউনিট ঘনিষ্ঠ এক সূত্রের তরফে জানা গেছে ছবিতে অক্ষয়ের তরুণ বয়সের প্রেমিকার চরিত্রে দেখা যাবে জ্যাকলিনকে। ছবির ' ফ্ল্যাশব্যাক সিকোয়েন্স '-এ অক্ষয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে এই বলি-সুন্দরীকে। মূলত, অক্ষয়ের চরিত্রের পাশাপাশি ' বচ্চন পান্ডে '-র গল্পে আবেগঘন বিভিন্ন অধ্যায়কে ফুটিয়ে তুলতে জ্যাকলিনের চরিত্রটি যারপরনাই গুরুত্বপূর্ণ।
আরও জানা গেছে, ছবিতে অক্ষয়ের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে স্যুটের পাশাপাশি তাঁর সঙ্গে একটি রোম্যান্টিক গানেরও শ্যুটিং সারবেন এই অভিনেত্রী। মোট ৭-১০ দিনের কাজ রয়েছে জ্যাকলিনের এই ছবিতে। উল্লেখ্য, ইতিমধ্যেই কৃতি শ্যানন নিজের শ্যুটিং শেষ করে মুম্বই ফায়ার গেছেন। অন্যদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ মার্চের মধ্যেই এই ছবির জয়সলমীরের শ্যুটিং শিডিউল সম্পূর্ণ হবে। এরপর বাকি থাকা সামান্য শ্যুটিং শেষ করে ফেলা হবে মুম্বইয়ের ফিল্ম স্টুডিওতেই।
প্রসঙ্গত,অক্ষয়,জ্যাকলিন,কৃতি ছাড়াও ছবিতে রয়েছেন আরশাদ ওয়ার্সি,পঙ্কজ ত্রিপাঠীর মতো প্রখ্যাত অভিনেতারা। ফারহাদ সমঝি পরিচালিত এই ছবি বড়পর্দায় মুক্তি পাবে ২০২২ এর ২৬ জানুয়ারি।