Written By কলকাতা টিভি ওয়েব ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন চ্যালেঞ্জের প্রভাব এবার পড়ল রাজনৈতিক অনুদানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি নামজাদা সংস্থা রিপাবলিকান পার্টির রাজনৈতিক অনুদান কমিয়ে দিল নজিরবিহীনভাবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, জানুয়ারি মাসে ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার কারণে দলের প্রতি বিশ্বাস হারিয়েছে সংস্থাগুলি। রাজনৈতিক অনুদানকারী সংস্থাগুলির মধ্যে রয়েছে মাইক্রোসফ্ট কর্পোরেশন, ওয়ালমার্ট, কমকাস্ট, এটি অ্যান্ড টি-র মতো জাঁদরেল নাম।
মার্কিন রাজনীতিতে রাজনৈতিক দলগুলিকে সরাসরি অনুদান দেওয়ার আইনি অনুমতি রয়েছে সেদেশের বেসরকারি সংস্থাগুলির। নিজেদের পছন্দের প্রার্থীদের নির্বাচনী খরচ বাবদ বড় পরিমাণ অর্থ অনুদান দিয়ে থাকেন শিল্পপতিরা। সমর্থিত রাজনৈতিক দল ক্ষমতায় এলে সংস্থাগুলিকে নানারকম ব্যবসায়িক সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে অর্থের অনুদানের জন্যও নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়ে আলাদা করে প্রচার চালান মার্কিনি রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেরকমই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী রাজনৈতিক নেতাদের গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অর্থ অনুদান করেছিল মাইক্রোসফ্ট, ওয়ালমার্চের মতো বিশ্ববিখ্যাত মার্কিনি সংস্থাগুলি। সাধারণত বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি থেকেই অনুদান দেওয়া শুরু হয়। ২০১৭ সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল রিপাবলিকানকে ১ লক্ষ ৯০ হাজার ডলার অনুদান দিয়েছিল সংস্থাগুলি।কিন্তু এবছরের প্রথম মাসে তার পরিমাণ কমে গেল নজিরবিহীনভাবে। এবছর রিপাবলিকান পার্টিকে সংস্থাগুলি দান করেছে মাত্র ১৩ হাজার ডলার আর এই সংখ্যা দেখে চোখ কপালে তুলেছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থাগুলির রাজনৈতিক অনুদানের খবরটি প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। তাদের সমীক্ষা অনুযায়ী, মাইক্রোসফ্ট, ওয়ালমার্ট, এটি অ্যান্ড টি, কমকাস্ট কর্পোরেশন সহ ১০টি সংস্থা তাদের অনুদান উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী ১৪৭ জন রিপাবলিকান নেতাকে অর্থ অনুদান দিত এই সংস্থাগুলি। কিন্তু ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার কারণে রিপাবলিকানের উপর তারা আস্থা হারিয়েছে। সেকারণেই অুনদানের টাকা কম দিয়েছে তারা। এবছরের জানুয়ারি মাসে রিপাবলিকানের সংগৃহীত অর্থের পরিমাণ মাত্র ১৩ হাজার ডলার। অর্থাৎ ২০১৭ সালের তুলনায় অর্থ কমেছে ৯০ শতাংশ হার। সেই সময় ট্রাম্প ছিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট। বর্তমানে সেদেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।গত ২ বছর ধরে সেনেটের রিপাবলিকান সদস্যরা প্রায় ২০ লক্ষ ডলার অনুদান পেয়েছেন এই সংস্থাগুলির কাছ থেকে। বলাবাহুল্য, নির্বাচনের ফলাফলের পর থেকেই ট্রাম্প সহ রিপাবলিকানের উপর থেকে আস্থা হারাতে থাকে বহুজাতিক সংস্থাগুলি। তার উপর ট্রাম্পের ইলেকশন চ্যালেঞ্জের নামে ফিরে আসার প্রতিশ্রুতি যে আদতে ধাপ্পা তাও বুঝতে সময় লাগে সংস্থাগুলির। জানুয়ারি মাসে দেশের সরকার গঠনের পর ট্রাম্পের দলের সংস্পর্শ থেকে ধীরে ধীরে সরে আসছেন শিল্পপতিরা। বড় সংস্থার পাশাপাশি নিজেদের অবস্থান থেকে সরে আসতে শুরু করেছে ছোটো সংস্থাগুলিও। রিপাবলিকান পার্টির অনুদান কমিয়েছে তারাও।